চেন্নাই, 26 মে: অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন ৷ সুস্থ হয়েই ফের দলকে তাতাতে চেন্নাইয়ে উপস্থিত বাদশা ৷ 2014 সালের পর আইপিএল ট্রফির স্বাদ পায়নি দু’বারের ট্রফিজয়ীরা ৷ কলকাতা নাইট রাইডার্সের 10 বছরের ট্রফি খরা কাটাতে দলের হয়ে গলা ফাটাচ্ছেন শাহরুখ খান ৷ রবিবাসরীয় সন্ধ্যায় চিপকে ফাইনাল খেলতে নেমেছে পার্পল ব্রিগেড ৷ আর মেরিনা বিচের তীরে গ্যালারি মেতেছে 'ঝুমে জো পাঠান' গানে ৷
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারের পর ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন কিং খান ৷ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাদশা ৷ শাহরুখের একদা নায়িকা, দলের সহযোগী মালকিন জুহি চাওলা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে বাদশার ‘ঝলক’ পাওয়া যাবে ৷ সেই মতো হাজির হলেন এসআরকে।
আরও পড়ুন