পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বজয়ী রোহিতদের দেখতে গিয়ে মুম্বইয়ে অসুস্থ বেশ কয়েকজন - T20 World Cup Victory Parade - T20 WORLD CUP VICTORY PARADE

T20 World Cup Victory Parade: বৃহস্পতিবার সন্ধ্য়ায় মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে ভিক্ট্রি প্যারেড করেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররা ৷ সেই সময় মেরিন ড্রাইভ জনসমুদ্রে পরিণত হয়েছিল ৷ ভিড়ের মধ্য়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ কাউকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ কাউকে আবার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে ৷

T20 World Cup Victory Parade
মুম্বইয়ে-রোহিত বিরাটদের বিজয় মিছিল (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 5, 2024, 12:25 PM IST

মুম্বই, 5 জুলাই: কুড়ি-বিশের প্রতিযোগিতায় বিশ্বজয়ী রোহিত শর্মাদের দেখতে বৃহস্পতিবার বিকেল থেকে জনসমুদ্রে পরিণত হয়েছিল মুম্বইয়ের মেরিন ড্রাইভ ৷ সেখানে ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন ৷ এঁদের মধ্যে দক্ষিণ মুম্বইয়ে 11 জন আহত হন বলে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে ৷ তবে কারও আঘাতই গুরুতর ছিল না ৷ তবে তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় ৷

অন্যদিকে জেজে হাসপাতালে ডিন জানিয়েছেন যে সরকারি জিটি হাসপাতালে ন’জনকে ভরতি করা হয়েছে ৷ ওই ন’জনের মধ্যে কারও আঘাত লেগেছে ৷ আবার কেউ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন ৷ এছাড়া ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের কাছে সেন্ট জর্জ হাসপাতালে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ একটি বেসরকারি হাসপাতালেও একজন অসুস্থ অবস্থায় গিয়েছিলেন ৷ তিনি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান ৷

গত শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জেতে ভারত ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে রোহিত-বিরাটরা সেখানেই আটকে পড়েছিলেন ৷ বৃহস্পতিবার ভোরে তাঁরা বিশেষ বিমানে দেশে ফেরেন ৷ সকালে নয়াদিল্লিতে তাঁরা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ সন্ধ্যায় তাঁরা পৌঁছান মুম্বই ৷

মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে তাঁরা বিজয় মিছিলে অংশ নেন ৷ ওয়াংখেড়েতে গিয়ে তাঁদের বিজয় মিছল শেষ হয় ৷ তার পর তাঁদের সংবর্ধনা দেওয়া হয় ৷ ওয়াংখেড়ে এ দিন কানায়-কানায় পূর্ণ ছিল ৷ তবে জনসমুদ্রে পরিণত হয়েছিল মেরিন ড্রাইভ ৷ বিকেল থেকে প্রচুর ক্রিকেট ভক্ত সেখানে হাজির হয়েছিলেন ৷ নিরাপত্তার জন্য প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল ৷

ভিড় সামলে বিশ্বজয়ীদের ভিক্ট্রি প্যারেড নির্বিঘ্নে করানোর জন্য পুলিশ কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসেকর ৷ সোশাল মিডিয়ায় তিনি এই অভিনন্দন বার্তা পোস্ট করেন ৷ পাশাপাশি তিনি মুম্বইকরদেরও ধন্যবাদ জানান পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details