নিউইয়র্ক, 30 মে: দোরগোড়ায় টি-20 বিশ্বকাপ ৷ 2 জুন কানাডা ও আয়োজক দেশ আমেরিকার মধ্যে দিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হতে চলেছে ৷ 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ৷ তার আগে অবশ্য 5 তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত অ্যান্ড কোং ৷ তবে বিশ্বকাপে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে 'লোন উলফ' আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন ৷
তিনি আরও বলেছেন, "একটি ভিডিয়ো যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসী গোষ্ঠী সেই 'লোন উলফ'কে আহ্বান জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে, তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়। নিউইয়র্কের গভর্নর, ক্যাথি হচুল ইএসপিএনক্রিকইনফো'কে এই বিষয়ে বলেন, "আসন্ন বিশ্বকাপ ম্যাচ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি ৷" আমি নিউইয়র্ক পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছি ৷ স্টেডিয়ামে সর্বক্ষণ নজর রাখা এবং খুঁটিনাটি সমস্ত বিষয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি ৷"