কলকাতা, 2 অক্টোবর: অন্তর্বর্তী কোচ বিনো জর্জের অধীনে আইএসএলে প্রথম ম্যাচ খেলার আগে লাল-হলুদ অনুশীলনে ফিরলেন সাউল ক্রেসপো। যা ভালো খবর ৷ ডেঙ্গি সারিয়ে সুস্থ হয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন স্প্যানিশ মিডফিল্ডার। শারীরিক এবং মানসিকভাবে ফিট ক্রেসপো জামশেদপুরের বিরুদ্ধে পুরোপুরি খেলার মত জায়গায় রয়েছেন বলেই জানা গিয়েছে ৷
কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছাড়ার আটচল্লিশ ঘণ্টা পর ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে অনেকটা খোলা হাওয়া। ফুটবলাররা পরিস্থিতি বুঝে সতর্ক। সকলেই অনুশীলনে নিজেকে ছাপিয়ে যেতে চাইছেন। দলের এই মরিয়া মনোভাবেই আশার আলো দেখছেন কোচ বিনো জর্জ ৷ বুধবারও ফিটনেসের উপর জোর দিলেন তিনি। তারপর সিচুয়েশন প্র্যাকটিস। বুধবার আনোয়ার আলি স্টপারে খেললেন। দুই সাইডব্যাক প্রভাত লাকরা এবং লালচুংনুঙ্গা। হীরা মণ্ডল দ্বিতীয় দলে প্র্যাকটিস করলেন। আক্রমণ এবং রক্ষণের ফাঁক রাখতে নারাজ বিনো। দিমিত্রিয়স দিয়ামানতোকোস, মহম্মদ রাকিপ প্র্যাকটিসে আসেননি। তারা জামশেদপুর এফসি ম্যাচেও সম্ভবত নেই। সেদিক থেকে গোলের জন্য ক্লেইটন সিলভা ভরসা।