পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্র্যাকটিসে ক্রেসপো, 'পরিবর্তন প্রয়োজন ছিল'; বলছেন ক্লেইটন - ISL 2024 25 - ISL 2024 25

JFC vs EBFC: ডেঙ্গি সারিয়ে সুস্থ হয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন সাউল ক্রেসপো ৷ তবে অনুপস্থিত আরও দুই ৷ যদিও জামশেদপুরের বিরুদ্ধে জয় তুলতে মরিয়ে বিনো জর্জের ছেলেরা ৷

EAST BENGAL PRACTICE
অনুশীলনে লাল হলুদ (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 2, 2024, 8:05 PM IST

কলকাতা, 2 অক্টোবর: অন্তর্বর্তী কোচ বিনো জর্জের অধীনে আইএসএলে প্রথম ম্যাচ খেলার আগে লাল-হলুদ অনুশীলনে ফিরলেন সাউল ক্রেসপো। যা ভালো খবর ৷ ডেঙ্গি সারিয়ে সুস্থ হয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন স্প্যানিশ মিডফিল্ডার। শারীরিক এবং মানসিকভাবে ফিট ক্রেসপো জামশেদপুরের বিরুদ্ধে পুরোপুরি খেলার মত জায়গায় রয়েছেন বলেই জানা গিয়েছে ৷

কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছাড়ার আটচল্লিশ ঘণ্টা পর ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে অনেকটা খোলা হাওয়া। ফুটবলাররা পরিস্থিতি বুঝে সতর্ক। সকলেই অনুশীলনে নিজেকে ছাপিয়ে যেতে চাইছেন। দলের এই মরিয়া মনোভাবেই আশার আলো দেখছেন কোচ বিনো জর্জ ৷ বুধবারও ফিটনেসের উপর জোর দিলেন তিনি। তারপর সিচুয়েশন প্র্যাকটিস। বুধবার আনোয়ার আলি স্টপারে খেললেন। দুই সাইডব্যাক প্রভাত লাকরা এবং লালচুংনুঙ্গা। হীরা মণ্ডল দ্বিতীয় দলে প্র্যাকটিস করলেন। আক্রমণ এবং রক্ষণের ফাঁক রাখতে নারাজ বিনো। দিমিত্রিয়স দিয়ামানতোকোস, মহম্মদ রাকিপ প্র্যাকটিসে আসেননি। তারা জামশেদপুর এফসি ম্যাচেও সম্ভবত নেই। সেদিক থেকে গোলের জন্য ক্লেইটন সিলভা ভরসা।

প্র্যাকটিসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার শুধু বাড়তি দৌড়ই করলেন না, একাধিকার নীচে নেমে বল কাড়ার চেষ্টা করলেন। তিনি বলছেন, "বদল একটা দরকার ছিল, সেটা হয়েছে। এখন আমাদের সকলেই মানসিকভাবে ফিট। একটা জয় দরকার ঘুরে দাঁড়ানোর জন্য। সকলেই সেই চেষ্টা করছি। গোল করার জন্য শুধু আমার দিকে দল তাকিয়ে নেই। আমাদের দলে গোল করার অনেকে রয়েছেন। মহেশ, ডেভিড, নন্দকুমার, ক্রেসপো সকলেই গোল করতে পারে।"

অধিনায়কের সুর মাদিহ তালালের গলাতেও। ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছেন ফরাসি মিডিও। সবমিলিয়ে দেশি এবং বিদেশি সকল ফুটবলারই জামশেদপুর ম্য়াচে ঘুরে দাঁড়াতে তৈরি। জুনিয়র দল দক্ষিণী কোচের অধীনে তরতরিয়ে ছুটছে ৷ সিনিয়র দলও চাইছে বিনো জর্জের সেই সোনালি ছোঁয়া।

ABOUT THE AUTHOR

...view details