পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌদি’তে সিলমোহর ! কোন পথে বিশ্বকাপের দায়িত্ব পেল মরুদেশ ? - FIFA WORLD CUP

সৌদি আরব 2034 বিশ্বকাপের জন্য একমাত্র বিড করে ৷ সরকারিভাবে ঘোষণার পর সৌদি আরব প্রথমবার এইরকম জৌলুশপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ৷

FIFA WORLD CUP 2034 in Saudi Arabia
কোন পথে বিশ্বকাপের দায়িত্ব পেল মরুদেশ ? (AFP)

By ETV Bharat Sports Team

Published : Dec 12, 2024, 12:53 PM IST

জুরিখ, 12 ডিসেম্বর: ঐতিহাসিক ঘোষণায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, 2034 বিশ্বকাপ হবে সৌদি আরবে ৷ আর মাত্র দশ বছরের মধ্যে মরুদেশেই বসছে ফুটবলের সবচেয়ে বড় অনুষ্ঠানের আসর ৷ 2022 সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে ৷ এবার একযুগের মধ্যে ফের আরবে বসছে বিশ্বকাপের আসর ৷

2026 বিশ্বকাপে 48টি দলের টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে । 2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷ তার চারবছর পর কোনও সহযোগী দেশ ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব ৷ কিন্তু সৌদি ফুটবলের মূল কক্ষপথ থেকে এখনও বহুদূরে ৷ ফলে সেদেশে কীভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনে ছাড়পত্র দিল ফিপ2026 বিশ্বকাপে 48টি দলের টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে । 2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷

সৌদি’তে সিলমোহর ! (AP)

900টিরও বেশি স্পনসরশিপ ডিল..

সম্প্রতি ডানিশ গবেষণা সংস্থা ‘প্লে দ্য গেমের’ একটি প্রতিবেদন জানিয়েছে সৌদি আরব কীভাবে হোস্টিং রাইট সুরক্ষিত করেছে । দেশটির 28টি খেলায় 910টি স্পনসরশিপ চুক্তি রয়েছে যার মধ্যে 194টি ফুটবলে । বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যা সৌদির সার্বভৌম সম্পদ তহবিল, 346টি স্পনসরশিপের সঙ্গে জড়িত ।

এছাড়াও রিপোর্ট বলছে, দেশটি 48টি চুক্তি সেরেছে ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (AIFF) সৌদি আরবের সঙ্গে একটি মৌ (MOU) স্বাক্ষর করেছে ।

এএফসি এবং আরামকোর মেলবন্ধন...

খেলাধূলায় বিনিয়োগ এবং সমঝোতা স্মারকের মাধ্যমে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে সৌদি ৷ এএফসি’র সাথে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে । মেগাসিটি প্রকল্প 2021 থেকে 2024 সাল পর্যন্ত এএফসি’র গ্লোবাল পার্টনার হয়েছে । এছাড়াও, সৌদি ভিজিট এএফসি’র অফিসিয়াল গ্লোবাল পার্টনার হয়ে উঠেছে ।

কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি (AP)

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি আরামকো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের চুক্তি সেরেছে ৷ ফুটবলারদের লোভনীয় চুক্তি এবং ফুটবল ক্লাবের মালিকানাও দিচ্ছে দেশ ৷ সৌদি আরবের ঘরোয়া ফুটবল লিগ- সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানে, নেইমার এবং করিম বেঞ্জেমার মতো তারকা চুক্তিবদ্ধ হয়েছেন ।

বিশ্বজুড়ে বেশ কিছু ফুটবল ক্লাবের মালিকানাও রয়েছে সৌদির হাতে । উদাহরণস্বরূপ, রিয়াদ এয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের স্পনসর ৷ রিয়াদ সিজন সেরি এ দল এএস রোমার স্পনসর । এছাড়াও, সৌদি রাজপরিবারের সদস্য আবদুল্লাহ বিন মুসাইদ আল সৌদ বেলজিয়ামের ক্লাব বিয়ারশট ভিএ, সংযুক্ত আরব আমিরশাহির আল হিলাল ইউনাইটেড, ফ্রান্সের এলবি চ্যাটোরোক্স এবং ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের মালিক । ক্লাবগুলিতে এই সমস্ত বিনিয়োগ এবং বিশ্বব্যাপী ফুটবল তারকাদের নিজেদের দেশের লিগে নিয়ে আসা সৌদির জন্য টুর্নামেন্টের আয়োজক হওয়ার পথ প্রশস্ত করেছে ।

ক্রীড়াবিশ্ব তাদের ক্রমবর্ধমান উন্নতির পথেও আরেক ধাপ এগিয়ে গিয়েছে গাল্ফ কান্ট্রি । সৌদি আরবের বিড ফিফার বিড মূল্যায়ন দল দ্বারা সর্বোচ্চ স্কোর পেয়েছে ৷ 5 এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 4.2 । ফলে 2034 বিশ্বকাপ প্রথমবারের মতো 48-টিমের টুর্নামেন্ট শুধুমাত্র একটি দেশে অনুষ্ঠিত হবে ।

মানবাধিকার লঙ্ঘন

মানবাধিকার গোষ্ঠীগুলি সৌদি আরবকে অভিবাসী শ্রমিক, মহিলা এবং LGBTQ+ সম্প্রদায়ের সঙ্গে অন্যায্য় আচরণের জন্য দায়ী করেছে ৷ পাশাপাশি সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে একাধিক সংগঠন । যদিও সমস্ত বিতর্ক এড়িয়ে বিশ্বকাপের দায়িত্ব পেল সৌদি ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details