প্যারিস, 1 অগস্ট: দু'জনের গলায় পদক দেখতে মুখিয়ে ছিলেন দেশের ক্রীড়া অনুরাগীরা ৷ পদকের সম্ভাবনা উজ্জ্বল করে দু'জনে এগিয়েও গিয়েছিলেন ম্যাচে ৷ কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷ মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলারদ্বয় ৷ সাত্বিক-চিরাগের বিপক্ষে ম্যাচের ফল 21-13, 14-21, 16-21 ৷
সাত্বিক-চিরাগের বিরুদ্ধে অভিজ্ঞতায় এদিন অনেকটা এগিয়ে থেকে শুরু করেছিলেন মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উই ইক সোহ জুটি ৷ এ প্রসঙ্গে বলে রাখা ভালো টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল মালয়েশিয়ার এই জুটি ৷ তবু অভিজ্ঞতার বিপরীতে গিয়ে প্রথম গেমে এদিন বাজিমাত করে যায় ভারতীয় জুটি ৷ বিরতিতে সামান্য ব্যবধানে (11-10) এগিয়ে ছিলেন সাত্বিক-চিরাগ ৷ কিন্তু বিরতির পর প্রতিপক্ষকে কার্যত দাঁড় করিয়ে একের পর এক পয়েন্ট তুলে নেন দু'জনে ৷ বিরতির পর মাত্র দু'পয়েন্ট অর্জন করতে সমর্থ হয় সাত্বিক-চিরাগের প্রতিপক্ষ ৷