পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোয়ার্টারে থামল পদকের আশা, এগিয়ে গিয়েও হার সাত্বিক-চিরাগের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Satwiksairaj Rankireddy and Chirag Shetty: মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে যাত্রা থামল সাত্বিক-চিরাগের ৷ গতবারের ব্রোঞ্জজয়ীদের বিরুদ্ধে ভারতীয় জুটির বিপক্ষে ম্যাচের ফল 21-13, 14-21, 16-21 ৷

Satwiksairaj Rankireddy and Chirag Shetty
সাত্বিক চিরাগ জুটি (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 5:46 PM IST

Updated : Aug 1, 2024, 6:13 PM IST

প্যারিস, 1 অগস্ট: দু'জনের গলায় পদক দেখতে মুখিয়ে ছিলেন দেশের ক্রীড়া অনুরাগীরা ৷ পদকের সম্ভাবনা উজ্জ্বল করে দু'জনে এগিয়েও গিয়েছিলেন ম্যাচে ৷ কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷ মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলারদ্বয় ৷ সাত্বিক-চিরাগের বিপক্ষে ম্যাচের ফল 21-13, 14-21, 16-21 ৷

সাত্বিক-চিরাগের বিরুদ্ধে অভিজ্ঞতায় এদিন অনেকটা এগিয়ে থেকে শুরু করেছিলেন মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উই ইক সোহ জুটি ৷ এ প্রসঙ্গে বলে রাখা ভালো টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল মালয়েশিয়ার এই জুটি ৷ তবু অভিজ্ঞতার বিপরীতে গিয়ে প্রথম গেমে এদিন বাজিমাত করে যায় ভারতীয় জুটি ৷ বিরতিতে সামান্য ব্যবধানে (11-10) এগিয়ে ছিলেন সাত্বিক-চিরাগ ৷ কিন্তু বিরতির পর প্রতিপক্ষকে কার্যত দাঁড় করিয়ে একের পর এক পয়েন্ট তুলে নেন দু'জনে ৷ বিরতির পর মাত্র দু'পয়েন্ট অর্জন করতে সমর্থ হয় সাত্বিক-চিরাগের প্রতিপক্ষ ৷

21-13 প্রথম গেম জয়ের পর মনে করা হয়েছিল স্ট্রেট গেমেই গতবারের ব্রোঞ্জজয়ীদের উড়িয়ে দেবে ভারতীয় জুটি ৷ কিন্তু বাস্তবে হল ঠিক উল্টোটা ৷ দ্বিতীয় গেম থেকে আস্তিনে লুকোনো তাসগুলো বের করতে শুরু করে মালয়েশিয়া জুটি ৷ প্রতি-আক্রমণের রাস্তায় হেঁটে একের পর এক স্ম্যাশে ভারতীয় জুটিকে নাজেহাল করে দেয় তাঁরা ৷ ফলস্বরূপ 21-14 ব্যবধানে দ্বিতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করে বসে ভারতীয় জুটি ৷

চতুর্থ সেটে লড়াই হয় তুল্যমূল্য ৷ পেন্ডুলামের মত গেম তথা ম্য়াচের ভাগ্য দিক পরিবর্তন করে ৷ বিরতিতে 11-9 ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় জুটি ৷ কিন্তু 14-11 ব্যবধানে পিছিয়ে থেকে সমতায় ফেরার পর আর রোখা যায়নি মালয়েশিয়ার শাটলারদ্বয়কে ৷ ভারতীয় জুটিকে 16 পয়েন্টে দাঁড় করিয়ে টানা কয়েকটি পয়েন্ট তুলে সেমির টিকিট নিশ্চিত করে ফেলে তারা ৷ সবমিলিয়ে 64 মিনিটের লড়াই হেরে প্রথম অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সাত্বিক-চিরাগকে ৷

Last Updated : Aug 1, 2024, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details