লখনউ, 4 অক্টোবর: একবার যদি সেট হয়ে যাই, দ্বিশতরান করে ছাড়ব ৷ মুম্বইয়ের হয়ে ইরানি কাপে নামার আগে পরিবারকে বলেই রেখেছিলেন সরফরাজ খান ৷ আর দ্বিশতরান করলে তার একটা যে ভাই মুশির খানের জন্য হবে, তাও জানিয়ে রেখেছিলেন মুম্বইয়ের আগ্রাসী ব্যাটার ৷ সেইমতো ইরানি কাপে মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ঝকঝকে ডাবল সেঞ্চুরি করলেন সরফরাজ ৷ তারপর জানালেন, দ্বিশতরানের একটা দুর্ঘটনায় আহত ভাইয়ের জন্যই ৷
ইরানি কাপে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল সরফরাজের ভাই মুশির খানেরও ৷ কিন্তু গত শুক্রবার আজমগড় থেকে লখনউয়ে মুম্বই শিবিরে যোগ দেওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির ৷ গলায় মারাত্মক চোট পান তিনি ৷ আপাতত সুস্থ থাকলেও তাঁর মাঠে ফিরতে মাসচারেক লেগে যাতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ইরানি কাপে দ্বিশতরানের পর সরফরাজ বলেন, "আমার কাছে সপ্তাহটা একটু আবেগতাড়িত ৷ আমি বাড়ির লোককে কথা দিয়েছিলাম সেট হয়ে যদি অর্ধশতরান পূর্ণ করি, তাহলে দ্বিশতরান করব ৷ যার একটা হবে আমার আরেকটা হবে ভাইয়ের (মুশির খান) ৷"