কলকাতা, 2 জানুয়ারি: আগেই অভিনন্দন জানিয়েছিলেন সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার বাংলা দলের সঙ্গে নবান্ন সভাঘরে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার হায়দরাবাদে 33 বারের জন্য সন্তোষ জিতে বুধে কলকাতায় পা রেখেছে সঞ্জয় সেনের ছেলেরা ৷ এদিন নবান্নে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হল রবি হাঁসদা, চাকু মাণ্ডিদের ৷ বাংলা দলকে 50 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করা হয় সেখানে ৷
শুধু কি তাই? বাংলাকে ভারতসেরা করা সকল ফুটবলারের সরকারি চাকরির ঘোষণা এদিন করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, সন্তোষজয়ী টিমের সদস্যদের ক্রীড়া দফতরে একটা চাকরি দেওয়ার জন্য। ফুটবলারদের সঙ্গে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সাক্ষাতে এসেছিলেন দলের কোচ সঞ্জয় সেন-সহ আইএফএ'র উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত।
মুখ্যমন্ত্রী বলেন, "কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে যে দল আজ ভারতসেরা হয়েছে তাঁদের শুভেচ্ছা জানাই। এই ছেলেরাই আগামিদিনে বিশ্বসেরা হবে। এদের যদি ভালো করে প্রশিক্ষণ, খাবারদাবার, প্রয়োজনীয় পরিকাঠামো দেওয়া যায় এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের সম্মান এনে দিতে পারে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এদের মধ্যে এনার্জি আছে, বোল্ডনেস আছে, সিনসিয়ারিটি আছে। যেহেতু বেশিরভাগ গ্রামের ছেলে। তাই পিছুটান কম। তবে এদের একটু অর্থনৈতিক পিছুটান রয়েছে আমি জানি।"