পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আরও কিছুদিন নেতৃত্ব দিতে পারত', অধিনায়ক কোহলিকে নিয়ে আক্ষেপ প্রাক্তন কোচের - BANGAR ON CAPTAIN KOHLI - BANGAR ON CAPTAIN KOHLI

VIRAT KOHLI'S CAPTAINCY: দলের ক্রিকেটারদের মধ্যে ফিটনেসে নবজাগরণ এনেছিল বিরাট কোহলি ৷ ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে হয়তো গুরুদাযিত্ব ঝেড়ে ফেলেছিল ৷ তবে আরও কিছুদিন ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার রসদ ছিল ৷ কোহলিকে নিয়ে 'বিরাট' মন্তব্য প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ৷

VIRAT KOHLI
বিরাট কোহলি (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 5:14 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: পাঁচদিনের ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে সরে আসার সময়টা সঠিক ছিল না ৷ টেস্ট ক্রিকেটকে 'রানমেশিন' আরও কিছুদিন নেতৃত্ব দিতে পারতেন বলে মনে করেন সঞ্জয় বাঙ্গার ৷

সম্প্রতি একটি পডকাস্টে জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বলেন, "অধিনায়কত্ব ভারতীয় দলের সর্বক্ষণের কাজ ৷ মাঠের পাশাপাশি মাঠের বাইরে দল নির্বাচন, দলের পারফরম্যান্স পর্যালোচনার মত অনেক দিকে নজর দিতে হয় ৷ ফলে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রভাব পড়ে ৷ ওই সময়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার অর্থ হল বিরাট দায়িত্ব কমাতে চেয়েছিল ৷ তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আরও লম্বা সময়ের জন্য ও অধিনায়ক থাকতে পারত ৷"

কোহলি নেতৃত্বে থাকার সময়েই ভারতের ব্য়াটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানোর দরুণ অধিনায়ক কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন বাঙ্গার ৷ তাই অধিনায়ক কোহলির খিদে সম্পর্কেও ধারণা ছিল তাঁর ৷ প্রাক্তন ব্যাটিং কোচের জানান, বিরাটের মাথায় সবসময় চলত বিদেশের মাটিতে পারফরম্যান্সের উন্নতি কীভাবে করা যায় ৷ কারণ সেই সময় ভারতের মাটিতে ভারত কার্যত অপ্রতিরোধ্য ছিল ৷ এখানেই শেষ নয় ৷ দলে ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ফিটনেসের নবজাগরণ এনেছিলেন বলেও জানিয়েছেন বাঙ্গার ৷ বাকি ক্রিকেটাররা কোহলির ফিটনেসের মন্ত্র অনুসরণ করত বলে জানান তিনি ৷

পরিসংখ্যানের দিক লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলিই ৷ ভারতের অধিনায়ক হিসেবে 68টি টেস্ট ম্যাচে সর্বাধিক 40টি টেস্ট জয়ের নজির রয়েছে কোহলির ঝুলিতে ৷ 2019 তিনি টপকে গিয়েছিল এমএস ধোনির 27টি টেস্ট জয়ের রেকর্ড ৷ 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন বিরাট ৷

ABOUT THE AUTHOR

...view details