পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহিলা কুস্তিগীরদের আন্দোলনে পাশে না থাকায় মেরি কম এবং পিটি ঊষার সামলোচনা সাক্ষীর - WFI

Sakshi Malik Criticises PT Usha and Mary Kom: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা এবং বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের সমালোচনায় সরব সাক্ষী মালিক ৷ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যে আন্দোলন ছিল, তাতে এই দুই কিংবদন্তি আন্দোলনকারী পাশে না দাঁড়ানো আক্রমণ করলেন সাক্ষী ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Feb 11, 2024, 3:04 PM IST

তিরুঅনন্তপুরম, 11 ফেব্রুয়ারি: এবার পিটি ঊষা এবং মেরি কমকে নিশানা করলেন অবসরপ্রাপ্ত ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিক ৷ ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দিল্লিতে দীর্ঘ আন্দোলন করেছিলেন সাক্ষী-সহ একাংশ কুস্তিগীর ৷ কিন্তু, সেই আন্দোলনে তাঁদের পাশে না দাঁড়ানোয় দুই কিংবদবন্তির সমালোচনায় সরব হলেন সাক্ষী ৷

অলিম্পিক পদক জয়ী সাক্ষীর অভিযোগ, পিটি ঊষা এবং মেরি কম তাঁদের মতো ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণা ৷ তাঁদের দেখে অনুপ্রাণিত হন সাক্ষীর মতো সকলেই ৷ কিন্তু, মহিলা কুস্তিগীরদের সঙ্গে ঘটা অন্যায়ের কথা শোনার পরেও মেরি কম এবং পিটি ঊষা চুপ থেকেছেন ৷ তিরুঅনন্তপুরমে সম্প্রতি আয়োজিত মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটারস 2024-এ অংশ নেন সাক্ষী ৷ সেখানেই একটি আলোচনাসভায় পিটি ঊষা এবং মেরি কমের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

তাঁর কথায়, "পিটি ঊষা ম্যাডাম আমাদের আন্দোলনের মঞ্চে এসেছিলেন ৷ আমরা তাঁকে আমাদের সমস্যাগুলি নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলাম ৷ উনি আমাদের সমর্থন করতে পারতেন ৷ কিন্তু, উনি পুরোপুরি চুপ রইলেন ৷ যেখানে উনি সব শোনার পরে উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ৷" অন্যদিকে, মেরি কমের ভূমিকা নিয়ে বলতে গিয়ে কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়েন সাক্ষী ৷ উল্লেখ্য, মেরি কম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তৈরি তদারকি কমিটির সদস্য ছিলেন ৷ যে কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার ৷

সাক্ষী বলেন, "উনি আমাদের অভিযোগ শোনার পর খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন ৷ আমি ক্ষমা চাইছি... আমার খুব খারাপ লাগছে... কিন্তু, উনিও আমাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷" কিন্তু, সেই প্রতিশ্রুতিগুলির পরে দীর্ঘ কয়েকমাস পেরিয়ে গেলেও, সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন সাক্ষী ৷ এমনকী মেরি কমের নীরবতায় তিনি গভীরভাবে আহত হয়েছেন বলে জানান অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর ৷ বিশেষত, মেরি কমকে তিনি নিজের 'অনুপ্রেরণা' হিসেবে মানতেন বলে জানান ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে বেকায়দায় বাংলা, আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মনোজ তিওয়ারি
  2. হ্যাটট্রিকে নায়ক আফিফ, জর্ডনকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া সেরা কাতার
  3. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং

ABOUT THE AUTHOR

...view details