তিরুঅনন্তপুরম, 11 ফেব্রুয়ারি: এবার পিটি ঊষা এবং মেরি কমকে নিশানা করলেন অবসরপ্রাপ্ত ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিক ৷ ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দিল্লিতে দীর্ঘ আন্দোলন করেছিলেন সাক্ষী-সহ একাংশ কুস্তিগীর ৷ কিন্তু, সেই আন্দোলনে তাঁদের পাশে না দাঁড়ানোয় দুই কিংবদবন্তির সমালোচনায় সরব হলেন সাক্ষী ৷
অলিম্পিক পদক জয়ী সাক্ষীর অভিযোগ, পিটি ঊষা এবং মেরি কম তাঁদের মতো ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণা ৷ তাঁদের দেখে অনুপ্রাণিত হন সাক্ষীর মতো সকলেই ৷ কিন্তু, মহিলা কুস্তিগীরদের সঙ্গে ঘটা অন্যায়ের কথা শোনার পরেও মেরি কম এবং পিটি ঊষা চুপ থেকেছেন ৷ তিরুঅনন্তপুরমে সম্প্রতি আয়োজিত মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটারস 2024-এ অংশ নেন সাক্ষী ৷ সেখানেই একটি আলোচনাসভায় পিটি ঊষা এবং মেরি কমের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি ৷
তাঁর কথায়, "পিটি ঊষা ম্যাডাম আমাদের আন্দোলনের মঞ্চে এসেছিলেন ৷ আমরা তাঁকে আমাদের সমস্যাগুলি নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলাম ৷ উনি আমাদের সমর্থন করতে পারতেন ৷ কিন্তু, উনি পুরোপুরি চুপ রইলেন ৷ যেখানে উনি সব শোনার পরে উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ৷" অন্যদিকে, মেরি কমের ভূমিকা নিয়ে বলতে গিয়ে কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়েন সাক্ষী ৷ উল্লেখ্য, মেরি কম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তৈরি তদারকি কমিটির সদস্য ছিলেন ৷ যে কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার ৷
সাক্ষী বলেন, "উনি আমাদের অভিযোগ শোনার পর খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন ৷ আমি ক্ষমা চাইছি... আমার খুব খারাপ লাগছে... কিন্তু, উনিও আমাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷" কিন্তু, সেই প্রতিশ্রুতিগুলির পরে দীর্ঘ কয়েকমাস পেরিয়ে গেলেও, সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন সাক্ষী ৷ এমনকী মেরি কমের নীরবতায় তিনি গভীরভাবে আহত হয়েছেন বলে জানান অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর ৷ বিশেষত, মেরি কমকে তিনি নিজের 'অনুপ্রেরণা' হিসেবে মানতেন বলে জানান ৷
আরও পড়ুন:
- রঞ্জিতে বেকায়দায় বাংলা, আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মনোজ তিওয়ারি
- হ্যাটট্রিকে নায়ক আফিফ, জর্ডনকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া সেরা কাতার
- ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং