পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আর্থরাইটিসে ভুগছি', অবসর জল্পনা উসকে জানালেন সাইনা - SAINA NEHWAL - SAINA NEHWAL

SAINA NEHWAL HINTS OF RETIREMENT: 2024 অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ব্য়র্থতা পরবর্তী সময় নিয়ে নানা কথা শেয়ার করলেন 2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শাটলার সাইনা নেহওয়াল ৷ যোগ্যতা অর্জনে ব্য়র্থতার আক্ষেপ তো রয়েছে তবে সাইনা জানালেন, তিনি খুশি এই ভেবে যে তিনি তাঁর সেরাটা দিয়েছেন ৷ একইসঙ্গে আর্থরাইটিসের কারণে হাঁটুর সমস্যায় ভুগছেন বলেও জানালেন সাইনা ৷

SAINA NEHWAL
সাইনা নেহওয়াল (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 2, 2024, 9:16 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: সদ্য সমাপ্ত প্য়ারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর তাঁর কেরিয়ারে কি কোনওভাবে ছেদ পড়েছে ৷ 2024 অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ব্য়র্থতা পরবর্তী সময় নিয়ে নানা কথা শেয়ার করলেন 2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শাটলার সাইনা নেহওয়াল ৷ যোগ্যতা অর্জনে ব্য়র্থতার আক্ষেপ তো রয়েছে তবে সাইনা জানালেন, তিনি খুশি এই ভেবে যে তিনি তাঁর সেরাটা দিয়েছেন ৷ একইসঙ্গে আর্থরাইটিসের কারণে হাঁটুর সমস্যায় ভুগছেন বলেও জানালেন সাইনা ৷

সম্প্রতি 'হাউস অফ গ্লোরি' নামক এক জনপ্রিয় পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন অলিম্পিক্স ব্য়াডমিন্টনে দেশকে প্রথম পদক এনে দেওয়া সাইনা ৷ সেখানে তিনি বলেন, "অলিম্পিক্সে অংশ নেওয়া সকল অ্যাথলিটের ছোটবেলার স্বপ্ন ৷ বছরের পর বছর ধরে তার জন্যই অ্যাথলিটরা নিজেদের প্রস্তুত করেন ৷ তাই যখন তুমি জানতে পার অলিম্পিক্সে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না, তখন খারাপ তো লাগবেই ৷ বিষয়টা এমন নয় যে তুমি খেলতে চাইছ না, বরং তোমার শরীর বলছে তুমি ফিট নও, চোটগ্রস্ত ৷"

তবে প্য়ারিসে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় হতাশ পুরোপুরি নন ৷ বরং সাইনা জানিয়েছেন, তিন-তিনটি অলিম্পিক্সের শরিক হওয়ায় গর্বিত তিনি ৷ এমনকী সবক'টিতেই তিনি সেরাটা উজাড় করে দিয়েছেন ৷ শারীরিক অসুস্থতা নিয়ে সাইনা বলেন, "আমার হাঁটু ভালো নেই ৷ আমার আর্থরাইটিস রয়েছে ৷ কার্টিলেজের অবস্থাও খুব খারাপ ৷ কীভাবে তুমি এই অবস্থায় এক সেরা প্লেয়ারের বিরুদ্ধে খেলবে?"

তাহলে কি সাইনা অবসরের পথে? উত্তরে লন্ডনের ব্রোঞ্জজয়ী বলেন, "আমিও তেমনই ভাবছি ৷ তবে এটা খুবই দুঃখের ব্যাপার আমার কাছে ৷ নিঃসন্দেহে একজন স্পোর্টসম্য়ানের কেরিয়ারে স্বল্পমেয়াদী ৷ 9 বছর বয়সে খেলা শুরু করেছিলাম আর এখন 35 ৷ আমার কেরিয়ারটা দীর্ঘ এবং সেজন্য আমি গর্বিত ৷ আমি আমার শরীরকে নতুন করে গড়েছি ব্য়াডমিন্টনের জন্য ৷ এই বছরের শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেব ৷"

ABOUT THE AUTHOR

...view details