পুলওয়ামা, 19 ফেব্রুয়ারি: ভূস্বর্গের আমেজ নিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে ব্যক্তিগত সফরে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন তিনি ৷ সোমবার তাঁরা ঘুরে দেখলেন জম্মু-শ্রীনগর হাইওয়ে সংলগ্ন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার লেথপোরা এলাকার বিখ্যাত কেসর মার্কেট ৷ সূত্র জানিয়েছে, পহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে গাড়ি থামিয়ে তাঁরা ঢুঁ মারেন জাফরানের দোকানে ৷
সেখানকার একটি জাফরানের দোকান 'কিষান কেসর'-এ স্ত্রী-কন্যাকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান সচিন ৷ তাঁরা পান করেন কাশ্মীরি 'কেহওয়া'। ভারতীয় ক্রিকেটের ভগবানকে কাছে পেয়ে তাঁকে নিয়ে আবেগে ভাসেন জাফরান দোকানের মালিক ৷ তিনি স্বাগত জানান সপরিবার সচিনকে ৷ বিশ্ববিখ্যাত কাশ্মীরি জাফরান বা কেসরের বিষয়ে বিস্তারিত জানানো হয় তাঁকে ৷ সেখানে কিছু কেনাকাটাও করেন সচিন । কিংবদন্তি ক্রিকেটারকে সামনে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে ৷
সচিনের জাফরানের দোকানে যাওয়ার একটি ভিডিয়োও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । ভিডিয়োতে সচিনকে ভারী বৃষ্টির মধ্যে অঞ্জলি ও সারাকে সঙ্গে নিয়ে কেসরের দোকানে ঢুকতে দেখা যাচ্ছে । তাঁদের চারপাশে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ ৷ দারুণ এই অভিজ্ঞতা সংবাদমাধ্যমে শেয়ার করে 'কিষান কেসর'-এর মালিক জাভিদ আহমেদ বলেন যে, সচিন আসায় শুধু তাঁর ব্যবসাই নয়, ফুলে ফেঁপে উঠবে স্থানীয় জাফরান শিল্পও ৷
প্রাক্তন ভারত অধিনায়ক শনিবার, 17 ফেব্রুয়ারি উপত্যকায় পৌঁছন । তাঁর সফরের প্রথম দিনে সচিন কাশ্মীর উইলো ব্যাট তৈরি দেখতে সরাসরি পৌঁছে যান চেরসু অবন্তিপোরার একটি ব্যাট তৈরির কারখানায় । শনিবার ব্যাটের কারখানায় ও আজ জাফরানের দোকানে সচিনের পরিদর্শন কাশ্মীরি ব্যাট এবং জাফরান শিল্পকে আরও উত্সাহিত করবে বলে আশা করা হচ্ছে ।
আরও পড়ুন:
- রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
- 'যশে'র পারফরম্যান্সে মজলেন মহারাজ, তিন ধরনের ক্রিকেটে জয়সওয়ালকেই চান সৌরভ
- জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত