মুম্বই, 29 অগস্ট: মধ্য মুম্বইয়ের জনবহুল দাদার এলাকার শিবাজী পার্ক ৷ শুনলে প্রথমেই যাঁর নামটা মাথায় আসে তিনি সচিন রমেশ তেন্ডুলকর ৷ আর শিবাজী পার্কে ছোট্ট সচিনের মধ্যে হীরে খুঁজে পেয়েছিলেন যিনি, তিনি প্রয়াত রমাকান্ত আচরেকর ৷ ক্রিকেট ঈশ্বরের প্রথম ক্রিকেট পাঠশালার গুরু ৷ ফলত সচিনের সঙ্গে আচরেকর স্যরের যতটা আত্মিক সম্পর্ক, ততটাই আত্মিক সম্পর্ক শিবাজী পার্কের ৷ সেই পার্কেই এবার তৈরি হতে চলেছে প্রয়াত আচরেকর স্যরের মেমোরিয়াল ৷ মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে আবেগে ভাসলেন মাস্টার-ব্লাস্টার ৷
শুধুই কি সচিন? শিবাজী পার্কে আচরেকর স্যরের হাতেই তৈরি প্রবীণ আমরে, বিনোদ কাম্বলির মত আরও নাম; যাঁরা ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন সুনামের সঙ্গে ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছিলেন প্রয়াত রমাকান্ত আচরেকর ৷ প্রয়াণের পাঁচ বছর পর দ্রোণাচার্য জয়ী কোচের মেমোরিয়াল শিবাজী পার্কে স্থাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷