পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সচিনের ক্রিকেট পাঠশালায় আচরেকর স্যরের স্মৃতিসৌধ, আবেগঘন মাস্টার-ব্লাস্টার - SACHIN ON ACHREKAR MEMORIAL - SACHIN ON ACHREKAR MEMORIAL

LATE RAMAKANT ACHREKAR'S MEMORIAL AT SHIVAJI PARK: শিবাজী পার্কে তৈরি হবে সচিন তেন্ডুলকরের ছেলেবেলার কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ ৷ মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত শুনে আবেগে ভাসলেন মাস্টার-ব্লাস্টার ৷ কী লিখলেন তিনি টুইটে?

RAMAKANT ACHREKAR AND SACHIN TENDULKAR
রমাকান্ত আচরেকর ও সচিন তেন্ডুলকর (ETV Bharat/ IANS)

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 2:02 PM IST

Updated : Aug 29, 2024, 2:16 PM IST

মুম্বই, 29 অগস্ট: মধ্য মুম্বইয়ের জনবহুল দাদার এলাকার শিবাজী পার্ক ৷ শুনলে প্রথমেই যাঁর নামটা মাথায় আসে তিনি সচিন রমেশ তেন্ডুলকর ৷ আর শিবাজী পার্কে ছোট্ট সচিনের মধ্যে হীরে খুঁজে পেয়েছিলেন যিনি, তিনি প্রয়াত রমাকান্ত আচরেকর ৷ ক্রিকেট ঈশ্বরের প্রথম ক্রিকেট পাঠশালার গুরু ৷ ফলত সচিনের সঙ্গে আচরেকর স্যরের যতটা আত্মিক সম্পর্ক, ততটাই আত্মিক সম্পর্ক শিবাজী পার্কের ৷ সেই পার্কেই এবার তৈরি হতে চলেছে প্রয়াত আচরেকর স্যরের মেমোরিয়াল ৷ মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে আবেগে ভাসলেন মাস্টার-ব্লাস্টার ৷

শুধুই কি সচিন? শিবাজী পার্কে আচরেকর স্যরের হাতেই তৈরি প্রবীণ আমরে, বিনোদ কাম্বলির মত আরও নাম; যাঁরা ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন সুনামের সঙ্গে ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছিলেন প্রয়াত রমাকান্ত আচরেকর ৷ প্রয়াণের পাঁচ বছর পর দ্রোণাচার্য জয়ী কোচের মেমোরিয়াল শিবাজী পার্কে স্থাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

বৃহন্মুম্বই পৌরনিগমের উদ্যোগে রমাকান্ত আচরেকরের মেমোরিয়াল তৈরি হবে শিবাজী পার্কে ৷ এ সম্পর্কে শিবাজী পার্ক জিমখানার সহকারি সচিব সুনীল রমাচরণ ইটিভি ভারতকে জানান, আচরেকর স্যরের ছাত্রদের বহুদিনের ইচ্ছে ছিল শিবাজী পার্কে তাঁর নামে এক মেমোরিয়াল তৈরি হোক ৷ মহারাষ্ট্র সরকার সেই অনুমতি দেওয়ায় খুশি সকলেই ৷ জোড়া ব্য়াট, একটি বল এবং আচরেকর স্যরের আইকনিক ক্যাপ মেমোরিয়াল বা স্মৃতিসৌধে থাকবে বলে জানান সুনীল রমাচরণ ৷

এই খবরে স্বভাবতই আবেগ বাঁধ মানেনি সচিন তেন্ডুলকরের ৷ এক্স হ্যান্ডেলে মাস্টা-ব্লাস্টার লেখেন, "আমার সঙ্গে সঙ্গে অনেকের জীবনে আচরেকর স্য়রের ভূমিকা অনস্বীকার্য ৷ আমি তাঁর সেইসব ছাত্রদের হয়েই বলছি, শিবাজী পার্কে তাঁর জীবন কেটেছে ক্রিকেটকে ঘিরেই ৷ তাই চিরকাল শিবাজী পার্কে থাকা ছাড়া তাঁর বড় ইচ্ছা আর কীই বা হতে পারে ৷ আমি খুবই খুশি যে আচরেকর স্যরের কর্মভূমিতে সরকার তাঁর মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ৷"

Last Updated : Aug 29, 2024, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details