ধরমশালা, 10 মে:ধরমশালার মাঠে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি ৷ চলতি আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকায় এমনিতেই অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই রয়েছে ৷ বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালার মাঠে 47 বলে 92 রানের ঝোড়ো ইনিংসের কারণে তিনিই ম্যাচের সেরা ৷ বৃহস্পতিবার বিরাট কোহলির ব্যাটে ভর করে 60 রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ প্রতিপক্ষের কাছে হেরে আইপিএল থেকে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল পঞ্জাব কিংসের ৷ এর আগেই বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর গতকাল জয়ের ফলে লিগ টেবিলে বিরাটদের অবস্থান সাতেই ৷
এদিন প্রথমে টস জিতে পঞ্জাব অধিনায়ক স্যাম কারান, বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসিদের ব্যাট করতে পাঠান ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে। ওপেনিংয়ে নেমে 92 রান করেন বিরাট কোহলি ৷ 7টি চার ও 6টা ছয়ে সাজানো তাঁর ইনিংস সাজানো ৷ প্রতিপক্ষ দলকে বড় রানের টার্গেট দিতে কোহলিকে সঙ্গ দেন রজত পাতিদার ৷ 55 রান করেন তিনি ৷ পরে ক্যামেরন গ্রিন 46 রান করেন ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে ৷ অন্যদিকে, পঞ্জাব ব্রিগেডের হর্ষল প্যাটেল 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন বিধওয়াত কাবিরাপ্পা 2টি উইকেট ও একটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও স্যাম কারান ৷