মোতেরা, 22 মে: সানরাইজার্স হায়দরাবাদকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ 24 ঘণ্টার মধ্যেই আরেক মহারণের অপেক্ষায় মোতেরা ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল এলিমিনেটরে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস ৷ বিরাট কোহলি বনাম সঞ্জু স্যামসনের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমিরা ৷
শেষ মুহূর্তে প্লে-অফের টিকিট পেলেও টানা 6টি ম্যাচ জিতে মাঠে নামছে ‘চোকার্স’রা ৷ অন্যদিকে, আইপিএলের প্রথম সংস্করণের বিজয়ীরা প্রথম 10 ম্যাচে 8টিতেই জিতে চলতি মরশুমে সফর শুর করেছিল ৷ যদিও টানা 4 ম্যাচ হেরেছে রয়্যালসরা ৷ ফলে আরও আকর্ষণীয় এলিমিনেটরের লড়াই ৷
জোস বাটলার দেশে ফিরে যাওয়ায় রাজস্থানের ব্যাটিংয়ের ক্ষত কার্যত উন্মুক্ত হয়ে গিয়েছে ৷ ফলে স্কোরবোর্ডে বড় রানে তাদের ভরসা এখন যশস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । অন্যদিকে এখনও হাত না-খুললেও সিমরন হেটমায়ার সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ যদিও রাজস্থানের ব্যাটিং ক্ষতকে ঢেকে দিতে সক্ষম তাদের বোলিং লাইন-আপ ৷
অন্যদিকে, আরসিবির বিরাট কোহলি 14 ম্যাচে 708 রান নিয়ে এই মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ৷ যেকোনও মুহূর্তে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রানমেশিন ৷ ব্যাট হাতে ভয়ংকর রজত পাতিদার, ফ্যাফ ডু’প্লেসিও ৷ গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিককে কখনই ম্যাচের বাইরে রাখা যায় না ৷ ফলে আরসিবির ব্যাটিং লাইন-আপ যেকোনও টিমের মাথাব্যথা ৷
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), রজত পতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, লকি ফার্গুসন ও যশ দয়াল
আরও পড়ুন:
- অবশেষে সফল, অজি সতীর্থের 'পিঠ' দেখে খুশি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার
- 25 কোটিতে কিনেছিল কেকেআর, মোতেরায় এসে ‘দাম’ চোকালেন স্টার্ক
- স্টার্কের দাপটে ‘অস্তমিত’ হায়দরাবাদ, তিন বছর পর ফাইনালে নাইটরা