বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি: নয়া মরশুম শুরুর আগে নতুন অধিনায়ক খুঁজে নিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 2025 আইপিএল মেগা নিলামের আগে গত তিনবারের অধিনায়ক ফাফ ডু'প্লেসিকে রিটেইন করেনি তাঁরা ৷ 2025 মরশুমের আগে নয়া ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত হয়েছেন প্রোটিয়া ব্যাটার ৷ ফলত নয়া অধিনায়কের খোঁজ করতেই হত দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিকে ৷ তবে বিরাট কোহলি পুনরায় অধিনায়ক হবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হল ৷ কোহলি নয়, রজত পাতিদারকে ফ্র্য়াঞ্চাইজির নয়া অধিনায়ক বেছে নিল আরসিবি ৷
সার্বিকভাবে অষ্টম এবং চতুর্থ ভারতীয় হিসেবে (রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং বিরাট কোহলির পর) ফ্র্য়াঞ্চাইজির নয়া অধিনায়ক পদে আসীন হলেন রজত পাতিদার ৷ চলতি মরশুমে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন রজত ৷ তাঁর নেতৃত্বে টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছয় মধ্যপ্রদেশ ৷ সেই সাফল্যকে সিঁড়ি করেই এবার আইপিএলের অন্যতম চর্চিত ফ্র্যাঞ্চাইজির দলনায়ক পদে বসলেন তিনি ৷ এদিন এক আনুষ্ঠানিক ঘোষণায় নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয় আরসিবি' তরফে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ৷