পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র

RCB get a New Name: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ নাম পরিবর্তন করে ট্রফি খরায় ইতি টানতে চাইছে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 9:13 PM IST

বেঙ্গালুরু, 19 মার্চ: কোনও ম্যাচ জেতার পর সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙেন না দলের হেডস্যর ৷ বিরাট কোহলি, স্মৃতি মন্ধনার দলের ক্ষেত্রে সেই ধারণা খাটল না ৷ প্রথমবার ট্রফি ঘরে তোলার পর দলের নামটাই বদলে ফেলল আরসিবি ৷ 2014 সালে ব্যাঙ্গালোরের নাম বদলে হয়েছিল বেঙ্গালুরু ৷ 10 বছর পরে সেই পরিবর্তন এল আরসিবি’তেও ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে বিরাটের দলের নাম এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

গত 16 মরশুমে আরসিবি-র ছেলেদের দল যা পারেনি, তা একবারেই করে দেখিয়েছেন মেয়েরা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রমিলা ব্রিগেড ৷ আইপিএলে শিকে না-ছিঁড়লেও দ্বিতীয়বারের চেষ্টাতেই ডব্লিউপিএল ঘরে তুলেছে আরসিবি ৷ মন্ধনা, রিচাদের দেখানো পথ ধরেই অধরা স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর বিরাট, ডু’প্লেসিরাও ৷ বিভিন্ন মহলের দাবি, ভাগ্যান্বেষণের খোঁজেই আরসিবি’র এই নাম পরিবর্তন ৷

এখনও পর্যন্ত তিনবার ফাইনালে উঠেছে আরসিবি ৷ 2009, 2011 এবং 2016 মরশুমে টুর্নামেন্ট জয়ের কাছাকাছি এলে ‘কাপ আর ঠোঁট’-এর দূর্তবটা রয়েই গিয়েছে ৷ শেষ তিনটি মরশুমে প্লে-অফসেও উঠতে পারেনি দল ৷ গতবার ফাফ দু’প্লেসির অধীনে ভালো শুরু করেছিল দল ৷ যদিও বিরাট কোহলির দু’টি সেঞ্চুরি-সহ 639 রানেও 14টি ম্যাচে মাত্র 7টি জিতেছিল দল ৷ ষষ্ঠ স্থানে শেষ করেছিল ব্যাঙ্গালোর । নাম বদলে সেই ছবিই বদলাতে চাইছে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ৷

দিল্লি, পঞ্জাবের সঙ্গে একাসনে:

দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স মূল আটটি দলের তিন ফ্র্যাঞ্চাইজি, যারা কখনও আইপিএল শিরোপা জেতেনি । 2018 সালে দিল্লি ডেয়ারডেভিলসের নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস করা হয় ৷ আইপিএল 2021-এর আগে নাম বদলায় পঞ্জাবও ৷ কিংস ইলেভেন পঞ্জাব থেকে পঞ্জাব কিংসে পরিণত হয় প্রীতি জিন্টার দল ৷ যদিও নাম বদলেও শিরোপা ঘরে তুলতে পারেনি দুই ফ্র্যাঞ্চাইজি । ফলে নাম বদলে বিরাটদের ট্রফি ‘ভাগ্য’ বদলায় কি না, তাই এখন দেখার ৷

নাম বদলেছিল আরপিএস’ও:

2016 ও 2017 মরশুমে আইপিএলে অংশ নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুনে সুপারজায়ান্ট ৷ প্রথমে আরপিএসজি গ্রুপের এই দলের নাম রাইজিং পুনে সুপারজায়ান্টস হলেও নামের শেষ থেকে ‘স’ (S) ছেঁটে ফেলে দেয় দল ৷

আরও পড়ুন:

  1. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির
  2. 'কেকেআর আমাকে সফল নেতা তৈরি করেছে', দাবি গৌতম গম্ভীরের
  3. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ

ABOUT THE AUTHOR

...view details