মেলবোর্ন, 30 ডিসেম্বর:কীভাবে কিংবা কখন তিনি অবসর ঘোষণা করবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না ৷ কিন্তু খুব বেশি পট পরবির্তন না-হলে সিডনি টেস্টের পরেই টেস্ট কেরিয়ারে যবনিকা পড়ছে রোহিত শর্মার ৷ অন্তত সূত্রের খবর তেমনটাই ৷ চলতি বর্ডার-গাভাসকর সিরিজে জঘন্য ক্যাপ্টেনসি, সঙ্গে ব্য়াট হাতে 'হিটম্যানে'র খারাপ ফর্ম চলছেই ৷ যা পরিস্থিতি, তাতে রোহিতকে স্কোয়াডে রাখতেই দ্বিধাবোধ করছেন নির্বাচকরা ৷ এমতাবস্থায় সিডনি টেস্টের পরেই ক্রিকেটের কুলীন ফর্ম্য়াটকে গুডবাই জানাতে চলেছেন টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷
এখন প্রশ্ন হচ্ছে, সিডনি টেস্টে জয় এবং পরবর্তী শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলও যদি ভারতের পক্ষে যায় সেক্ষেত্রে কী হবে? টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, বোর্ডের শীর্ষ আধিকারিক এবং নির্বাচকদের মধ্যে এ বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে ৷ ভারত ফাইনালে পৌঁছলেও তাঁরা রোহিতকে স্কোয়াডে রাখার পক্ষপাতী নন ৷ সেক্ষেত্রে রোহিতের তরফে নির্বাচকদের কাছে আবেদন করা হবে যাতে ফাইনালের স্কোয়াডে তাঁকে রাখা হয় ৷ যদি আবেদন গ্রাহ্য না-হয় সেক্ষেত্রে সিডনিতেই সাদা জার্সিতে শেষ ম্য়াচ খেলতে চলেছেন ভারত অধিনায়ক ৷
পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে গত বাংলাদেশ সিরিজ থেকে সোমবার পর্যন্ত 15টি ইনিংসে রোহিতের সংগ্রহ মাত্র 164 ৷ গড় দশের সামান্য বেশি ৷ কেবল চলতি অস্ট্রেলিয়া সিরিজের পরিসংখ্যান তো আরও ভয়ঙ্কর ৷ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে জসপ্রীত বুমরা এ যাবৎ উইকেট নিয়েছেন 30টি ৷ পাঁচ ইনিংসে রোহিতের রানসংখ্যা তার থেকে মাত্র এক বেশি অর্থাৎ, 31 ৷