পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বুড়ো হাড়ে ভেলকি, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসে বোপান্না - রোহন বোপান্না

Rohan Bopanna bags Australian Open: অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন ভারতের টেনিস কিংবদন্তি । ওপেন যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 6:05 PM IST

Updated : Jan 27, 2024, 8:14 PM IST

মেলবোর্ন, 27 জানুয়ারি: বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়ের তকমা আগেই লেগেছিল । এবার মুকুটটাকে আরও উজ্জ্বল করে ফেললেন রোহন মাচাণ্ডা বোপান্না । অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন ভারতের টেনিস কিংবদন্তি । ওপেন যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন বোফর্স । অস্ট্রেলিয়ান ওপেন জেতায় রোহনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফেভারিট হিসেবে রড লেভার এরিনায় নেমেছিলেন । স্ট্রেট সেটে জিতে নামের প্রতি সুবিচার করলেন ভারতীয় টেনিসের বর্তমান পোস্টার বয় । ইতালির সিমনে বোলেল্লি ও আন্দ্রেয়া ভাভেস্সোরির জুটিকে উড়িয়ে দিলেন 7-6 (7-0), 7-5 গেমে । 8টি এস সার্ভিসে বুঝিয়ে দিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে স্রেফ কাপটা নিতেই নেমেছিলেন । 36 বছর বয়সি সঙ্গীকে নিয়ে কার্যত দাপিয়ে বেড়ালেন কোর্টে ।

2017 সালে মিক্সড ডাবলসে ফরাসি ওপেন জিতেছিলেন । গ্যাব্রিয়েলা ডাবর্স্কিকে সঙ্গী করে লাল সুরকিতে রাজ করেছিলেন বোপান্না । যদিও ডাবলসে এখনও পর্যন্ত দু'বার ইউএস ওপেনের (2010 ও 2023) ফাইনালে পৌঁছনোটাই সবচেয়ে বড় অর্জন ছিল তাঁর । সেই অধরা গ্র্যান্ড স্ল্যামই এবার পকেটে পুরলেন তিনি ।

আধুনিক পাওয়ার টেনিসের অন্যতম কুলীন টুর্নামেন্টে বোপান্না যখন রাজ করছেন, তাঁর বয়স তখন 43 বছর 10 মাস । টেনিস বিশেষজ্ঞরা বলছেন, রোহনের এই রেকর্ড ভাঙা অচলায়তন টপকানোর মতোই কঠিন । মেলবোর্নের গ্যালারির 'ভারত মাতা কী জয়' স্লোগানই বুঝিয়ে দিচ্ছিল বোপান্নার কীর্তি । লিয়েন্ডার পেজ বা মহেশ ভূপতি ছায়া হিসেবে নয়, নিজের নামটাই টেনিস ইতিহাসে সোনার অক্ষরে লিখে ফেললেন রোহন 'বোফর্স' বোপান্না ।

আরও পড়ুন:

  1. আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জয় অনুরাধা দেবীর
  2. রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের
  3. 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের
Last Updated : Jan 27, 2024, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details