মেলবোর্ন, 27 জানুয়ারি: বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়ের তকমা আগেই লেগেছিল । এবার মুকুটটাকে আরও উজ্জ্বল করে ফেললেন রোহন মাচাণ্ডা বোপান্না । অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন ভারতের টেনিস কিংবদন্তি । ওপেন যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন বোফর্স । অস্ট্রেলিয়ান ওপেন জেতায় রোহনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফেভারিট হিসেবে রড লেভার এরিনায় নেমেছিলেন । স্ট্রেট সেটে জিতে নামের প্রতি সুবিচার করলেন ভারতীয় টেনিসের বর্তমান পোস্টার বয় । ইতালির সিমনে বোলেল্লি ও আন্দ্রেয়া ভাভেস্সোরির জুটিকে উড়িয়ে দিলেন 7-6 (7-0), 7-5 গেমে । 8টি এস সার্ভিসে বুঝিয়ে দিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে স্রেফ কাপটা নিতেই নেমেছিলেন । 36 বছর বয়সি সঙ্গীকে নিয়ে কার্যত দাপিয়ে বেড়ালেন কোর্টে ।
2017 সালে মিক্সড ডাবলসে ফরাসি ওপেন জিতেছিলেন । গ্যাব্রিয়েলা ডাবর্স্কিকে সঙ্গী করে লাল সুরকিতে রাজ করেছিলেন বোপান্না । যদিও ডাবলসে এখনও পর্যন্ত দু'বার ইউএস ওপেনের (2010 ও 2023) ফাইনালে পৌঁছনোটাই সবচেয়ে বড় অর্জন ছিল তাঁর । সেই অধরা গ্র্যান্ড স্ল্যামই এবার পকেটে পুরলেন তিনি ।
আধুনিক পাওয়ার টেনিসের অন্যতম কুলীন টুর্নামেন্টে বোপান্না যখন রাজ করছেন, তাঁর বয়স তখন 43 বছর 10 মাস । টেনিস বিশেষজ্ঞরা বলছেন, রোহনের এই রেকর্ড ভাঙা অচলায়তন টপকানোর মতোই কঠিন । মেলবোর্নের গ্যালারির 'ভারত মাতা কী জয়' স্লোগানই বুঝিয়ে দিচ্ছিল বোপান্নার কীর্তি । লিয়েন্ডার পেজ বা মহেশ ভূপতি ছায়া হিসেবে নয়, নিজের নামটাই টেনিস ইতিহাসে সোনার অক্ষরে লিখে ফেললেন রোহন 'বোফর্স' বোপান্না ।
আরও পড়ুন:
- আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জয় অনুরাধা দেবীর
- রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের
- 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের