পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুর্গের শেষ প্রহরী হয়েও শতাধিক গোল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে এই ব্রাজিলিয়ানের - ROGERIO CENI WORLD RECORD

গোলরক্ষক হয়ে 131টি গোল ৷ 25 বছর সাও পাওলো ক্লাবের হয়ে খেলে বিশ্বরেকর্ড গড়েছেন এক ব্রাজিলিয়ান ৷ কে তিনি?

ROGERIO CENI
রোজারিও সেনি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Feb 2, 2025, 10:40 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: দল সেটপিস পেলেই ডাক পড়ত তাঁর ৷ ফ্রি-কিক এবং পেনাল্টি মারতে সিদ্ধহস্ত ফুটবলারটির কেরিয়ারে গোলসংখ্যা 131 (মতান্তরে 129) ৷ অথচ দু'দশকেরও বেশি সময় ধরে সাও পাওলো ফুটবল ক্লাবের হয়ে খেলা রোজারিও সেনি আদতে ছিলেন একজন গোলরক্ষক ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে গোলরক্ষক হয়েও কেরিয়ারে শতাধিক গোল করেছেন সেনি ৷ যা দুর্গের শেষ প্রহরী হিসেবে পেশাদার ফুটবলে সর্বাধিক ৷

গোলরক্ষক হয়েও ফুটবল কেরিয়ারে 131টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন ব্রাজিলের প্রাক্তন এই গোলরক্ষক ৷ সেনির ব্য়াপারে আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল, কেরিয়ারের প্রায় পুরো সময়টা সাও পাওলো ফুটবল ক্লাবেই কাটিয়েছেন তিনি ৷ খেলেছেন 1237টি ম্য়াচ ৷ একটি ক্লাবের হয়ে এত বেশি ম্য়াচ খেলার নজিরও আর কোনও ফুটবলারের নেই ৷

কেরিয়ারে সর্বমোট গোলের মধ্যে সেনি 59টি গোল করেছেন ফ্রি-কিক থেকে ৷ আর 69টি গোল এসেছে তাঁর স্পটকিক থেকে ৷ ব্রাজিল জাতীয় দলের হয়েও 17টি ম্য়াচ খেলেছেন গোলস্কোরিং শট-স্টপার ৷ তবে জাতীয় দলের হয়ে কোনও গোল তিনি করতে পারেননি ৷ তাতে অবশ্য সেনির কৃতিত্ব এতটুকু খাটো হচ্ছে না ৷ গোলরক্ষক হয়েও প্যারাগুয়ে কিংবদন্তি লুইস শিলাভার্টেরও গোল করার ক্ষমতা ছিল অসাধারণ ৷ কেরিয়ারে 67টি গোল রয়েছে তাঁর নামের পাশে ৷ কিন্তু গোল করার নিরিখে তাঁকে অনেকটাই পিছনে ফেলেছেন সেনি ৷ অচিরেই সাও পাওলো ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েন তিনি ৷

গোল করছেন সেনি (GETTY)

25 বছর (1990-2015) সাও পাওলো এফসি'তে কাটানো এই ফুটবলার ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য ট্রফিও ৷ ব্রাজিলের স্বনামধন্য ক্লাবটির হয়ে 20টি মেজর খেতাব জিতেছেন এই শট-স্টপার ৷ যার মধ্যে তিনবার ব্রাজিলের ঘরোয়া লিগ, জোড়া কোপা লিবার্তাদোরেস এবং একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে ঝুলিতে ৷ গোলরক্ষক হিসেবেও সমান খ্যাতি ছিল তাঁর ৷ 2005 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে গোল্ডেন বল জিতেছিলেন সেনি ৷ 2015 সালে 42 বছর বয়সে সাও পাওলো থেকেই অবসরে যান সেনি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details