হায়দরাবাদ, 26 ডিসেম্বর:একটি ক্লাবের প্রতিনিধিত্ব করে সব বড় বড় ট্রফি জয়ের নজির ফুটবলে রয়েছে বেশ কয়েকজনের ৷ তালিকায় রয়েছে গার্ড মুলার, লিওনেল মেসি-সহ একাধিক ফুটবলারের নাম ৷ কিন্তু একইদিনে দু'টি ক্লাবের হয়ে জোড়া মেজর ট্রফি জয়? শুনতে অবাক লাগলেও সত্যি এটাই যে, প্রাক্তন বেলজিয়াম ফুটবলার রিচি ডি লিট এমন এক ফুটবলার, যিনি একইদিনে দু'টি ভিন্ন ক্লাবের হয়ে মেজর খেতাব জয়ের শরিক হয়েছেন ৷ জানা যাক বিস্তারিত ৷
কেরিয়ারে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলার মত প্রথমসারির প্রিমিয়র লিগের ক্লাবগুলিতে খেলেছেন ডি লিট ৷ তবে কেরিয়ারে অনন্য এবং একইসঙ্গে বিরল এই নজিরের স্বাদ তিনি পান 2016 সালে ৷ 2012 থেকে 2016 পর্যন্ত লেস্টার সিটির জার্সি গায়ে 115টি ম্য়াচে খেলেছিলেন তিনি ৷ কিন্তু লেস্টারে থাকাকালীন 2016 সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় লোনে মিডলসব্রো এফসি'তে যোগদান করেন এই ডিফেন্ডার ৷
ঘটনাচক্রে ওই বছরে মিডলসব্রো চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়র লিগের যোগ্য়তা অর্জন করে ৷ আর মিডলসব্রো'র চ্য়াম্পিয়নশিপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিচি ডি লিট ৷ খেলেন 10টি ম্য়াচ ৷ 7 মে, 2016 ব্রাইটনের সঙ্গে ম্য়াচ ড্র করতেই পরবর্তী মরশুমে প্রিমিয়র লিগের দরজা খুলে যায় মিডলসব্রো'র সামনে ৷ মিডলসব্রো ছাড়া ওই মরশুমে প্রিমিয়র লিগে উন্নীত হয়েছিল বার্নলিও ৷ সে যাইহোক, পদক গলায় ঝুলিয়ে একইদিনে ডি লিট হাজির হয়ে গিয়েছিলেন তাঁর আসল ক্লাব লেস্টার সিটির ম্য়াচ দেখতে ৷