হায়দরাবাদ, 4 নভেম্বর: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে দর্পচূর্ণ ভারতের ৷ 92 বছরে প্রথমবার ঘরের মাঠে তিনম্য়াচের সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতীয় দলকে ৷ দু-একটা বিষয় বাদ দিলে সিরিজে দল হিসেবে সামগ্রিকভাবে ব্যর্থ ভারত ৷ মুম্বই টেস্টে প্রকট হয়েছে সেই ব্যর্থতা ৷ তবে সেই ব্যর্থতায় আশার আলো ঋষভ পন্ত ৷ ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে কঠিন পরিস্থিতিতে দু'ইনিংসেই ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ যা দেখে আইপিএল নিলামে পন্তের 50 কোটি টাকায় বিকোনো উচিত বলে জানালেন বসিত আলি ৷
নিজের ইউটিউব চ্যানেলে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে লাগাতার পর্যালোচনা করছিলেন প্রাক্তন পাক ব্যাটার ৷ রবিবার ভারত হোয়াইটওয়াশ হওয়ার পরও ইউটিউবে ম্যাচের পর্যালোচনা করেন আলি ৷ সেখানেই ঋষভ পন্তের ব্য়াটিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় ইনিংসে পন্তের লড়াকু ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই পিচে ও (পন্ত) যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল যেন পাটা উইকেট ৷ সকলে বলছে আইপিএল নিলামে ও 25 কোটির মত দর পাবে ৷ আমার তো মনে হয় 50 কোটি টাকা পাওয়া উচিত ৷ যেখানে চাইছিল ইচ্ছেমত খেলছিল ৷"