হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নিউজিল্যান্ডের ডান-হাতি ফাস্ট বোলার ৷ তাঁকে বল হাতে দেখলে কেঁপে যান তাবড় তাবড় ব্যাটাররা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ ওই ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিলদের প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি ৷ এবার নয়া নজির গড়লেন কিউয়ি বোলার ৷
সর্বোচ্চ উইকেট নয়, টেস্টে ছক্কা মেরে ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন ‘সেক্সি ক্যামেল’ ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 3টি ছক্কায় 23 রানের ‘ছোট্ট’ ইনিংস খেলেছেন সাউদি ৷ তাতেই ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ৷
পাঁচদিনের ক্রিকেটে ক্যারিবিয়ান তারকা মেরেছেন 98টি ছক্কা ৷ এদিন তিনটি ছক্কা মারায় সাউদির নামের পাশেও রয়েছে 98টি ছক্কা হাকানোর নজির ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সাউদির সামনে ৷ শুধু তাই নয়, জীবনের শেষ ইনিংসে দু’টি ছক্কা মারলেই বোলার হিসেবে 100 ছক্কার বিরল কৃতিত্ব অর্জন করবেন কিউয়ি তারকা ৷