লন্ডন, 2 জুন:আবারও ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) রাত সাড়ে বারোটা ওয়েম্বলি'তে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল 'লস ব্ল্যাঙ্কোস' ৷ ফাইনালে এদিন ফেভারিট হয়ে শুরু করেছিল রিয়াল ৷ সেই ফেভারিট তকমাকে মান্যতা দিয়েই জার্মানির ক্লাবটিকে 2-0 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ মেগা ফাইনালে এদিন রিয়াল-এর হয়ে গোল করলেন ড্যানি কার্বাহাল ও ভিনিসিয়াস জুনিয়র ৷
যদিও দর্শক ঠাসা ওয়েম্বলি'তে প্রথমার্ধে এদিন দাপট ছিল ডর্টমুন্ডেরই ৷ একাধিক সুয়োগ তৈরি করেও তা হেলায় নষ্ট করেন আদেইয়েমি, ফুলক্রুগরা ৷ দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে ডর্টমুন্ডদের আগ্রাসী মনোভাব প্রথমার্ধে খানিকটা পিছিয়েই রেখেছিল কার্লো আন্সেলোত্তির ছেলেদের ৷ ফুলক্রুগের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ পাশাপাশি গোলরক্ষক থিবু কুর্তোয়া ত্রাতা না-হয়ে দাঁড়ালে প্রথমার্ধে দু'গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড ৷ কিন্তু তা হয়নি ৷ ওয়েম্বলিতে এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই ৷