চেন্নাই, 10 জানুয়ারি: দ্রাবিড়ভূমে হিন্দি ভাষার প্রতি বিদ্বেষ আজকের নয় ৷ সরকারি ভাষা হিসেবে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ায় সাতের দশকে তামিলনাড়ুতে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, তার রেশ এখনও রয়েছে ৷ সম্প্রতি হিন্দি বিদ্বেষ উসকে দিয়ে শিরোনামে সদ্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, হিন্দি হতে পারে সরকারি ভাষা; কিন্তু কোনওভাবেই রাষ্ট্রীয় ভাষা নয় ৷
অশ্বিনের মন্তব্যে তামিল ভাষার প্রতি আবেগ স্পষ্ট ৷ কিন্তু স্বাভাবিকভাবেই অশ্বিনের এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে ৷ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম যখন ঘরের ছেলের পাশে দাঁড়িয়ে তাঁর মন্তব্যকে সমর্থন করেছে ৷ তখন বিজেপি আসরে নেমে অশ্বিনকে বিতর্ক থেকে দূরে থাকার অনুরোধ করেছে ৷
চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে বক্তব্য রাখতে উঠে অশ্বিন ছাত্রদের কাছে জানতে চান, কতজন তামিল, ইংরেজি কিংবা হিন্দি জানেন ৷ খুব স্বাভাবিকভাবেই তামিলের হয়েই অধিকাংশ ছাত্রছাত্রী গলা ফাটান ৷ ইংরেজির হয়েও সাড়া মেলে অনেক ৷ কিন্তু হিন্দির হয়ে সেই অর্থে সাড়া মেলেনি ছাত্রছাত্রীদের থেকে ৷ বিষয়টি উল্লেখ করে অশ্বিন তখন বলেন, "আমি এটাই বোঝাতে চাইছি ৷ হিন্দি সরকারি ভাষা, কোনওভাবেই আমাদের রাষ্ট্রীয় ভাষা নয় ৷"