পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল শুরুর আগে পুরনো দলের কাছে কাতর আর্তি অশ্বিনের, কী চাইলেন তারকা স্পিনার? - IPL 2024

Ravichandran Ashwin: বছর তিন হতে যাচ্ছে ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে ৷ কিন্তু কী এমন হল যে তাঁর বহু পুরনো দল চেন্নাই সুপার কিংসের কাছে দ্বারস্থ হতে হল ৷ তাও আবার পরিবারের জন্য ৷ যদিও এই পুরো বিষয়টি তিনি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 10:11 PM IST

Updated : Mar 18, 2024, 10:39 PM IST

চেন্নাই, 18 মার্চ:আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2024 মহারণ ৷ সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ধোনির চেন্নাই সুপার কিংস ৷ সেই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৷ সেই ম্যাচ নিয়েই একপ্রকার চিন্তায় পড়েছেন চেন্নাইয়ের ছেলে তথা জাতীয় দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের সদস্য ৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে সোমবার এক্স হ্যান্ডেলে তারকা সাহায্য চেয়েছেন তাঁর প্রাক্তন দল সিএসকে'র কাছে ৷ কিন্তু কী এমন ঘটল যার জন্য বিশ্বের এক নম্বর টেস্ট বোলারকে ধোনির দলের সাহায্য চাইতে হল ৷

এদিন অশ্বিন এক্সে কারণটাও অবশ্য উল্লেখ করেছেন ৷ তিনি জানান, আইপিএল 2024-এর উদ্বোধনী ম্যাচ দেখতে চান তাঁর দুই কন্যাসন্তান ৷ কিন্তু টিকিটের চাহিদা প্রচুর থাকায় সন্তানদের জন্য সেই ম্যাচের টিকিট পাচ্ছেন না তিনি ৷ তাই টিকিটের জন্য চেন্নাই সুপার কিংসের কাছে সাহায্য চাইলেন অশ্বিন ৷ তিনি এক্স-এ লিখেছেন, "সিএসকে বনাম আরসিবি ম্যাচের টিকিটের অস্বাভাবিক চাহিদা দেখছি। আমার সন্তানরা উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ মাঠে বসে দেখতে চায়। চেন্নাই সুপার কিংস, দয়া করে সাহায্য কর।"

পালটা এখনও কোনও প্রত্যুত্তর না-দিলেও চেন্নাই সুপার কিংস অশ্বিনের মুশকিল আসান করতে পারে কি না, সেদিকে নজর থাকবে ৷ আসলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দক্ষিণী স্পিনারের পুরনো সখ্যতা রয়েছে ৷ টুর্নামেন্টের আবির্ভাব থেকে 2015 পর্যন্ত ইয়েলো আর্মির হয়েই খেলেছেন এই স্পিনার ৷ সেই পুরনো সখ্যতা থেকেই সন্তানদের টিকিটের জন্য পুরনো দলের শরণাপন্ন হলেন তিনি ৷

চেন্নাই সুপার কিংসের পর রাইজিং পুনে সুপার জায়ান্ট, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ঘুরে 2022 রাজস্থান রয়্য়ালসে অন্তর্ভুক্তি হয় তাঁর ৷ গত দু'টি মরশুমে 26 উইকেট নেওয়া অশ্বিন এবারেও পিংক ব্রিগেডের অন্যতম সেরা বাজি ৷ ইংরেজদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্সে ব়্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অশ্বিন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 500 টেস্ট উইকেটের নজির গড়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ফিট অধিনায়ক শ্রেয়স, প্র্যাকটিস ম্যাচের পর চিন্তা কমল নাইট শিবিরে
  2. কোহলিদের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি এল আরসিবি'র ক্যাবিনেটে, ডব্লুপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্সের
  3. ট্রফি দিতে বৃহস্পতির সন্ধেয় শহরে গম্ভীর, শুক্রে প্রস্তুতি শুরু নাইটদের
Last Updated : Mar 18, 2024, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details