চেন্নাই, 24 মে: প্রথম কোয়ালিফায়ারের পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ৷ বড় মঞ্চে এসে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্সের জৌলুশপূর্ণ ব্যাটিং লাইন-আপ ৷ লিগ ম্যাচে যে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি বোলারদের কম্প ধরাচ্ছিল, কোয়ালিফায়ারে এসে তাঁরাই ভোঁতা হয়ে গিয়েছেন ৷ ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মার আগুনে বোলিংয়ে 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ নির্ধারিত 20 ওভারে 176 রান করলেই চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনালে নামার টিকিট নিশ্চিত করবে রাজস্থান ৷
28 বলে 34 রানে ফেরেন হেড ৷ অভিষেকের অবদান 5 বলে 12 ৷ রাহুল ত্রিপাঠি (15 বলে 37) ও অনরিখ ক্লাসেন (34 বলে 50) দলতে টানার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ বাকি ব্যাটারদের ব্যর্থতায় 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ 45 রান খরচ করলেও 3 উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ৷ 27 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আবেশ খানও ৷ 2টি উইকেট এসেছে সন্দীপ শর্মার ঝুলিতে ৷
আরও পড়ুন