প্যারিস, 25 জুলাই:এই প্রথমবার স্টেডিয়ামের গণ্ডি ছেড়ে নদীপথে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান ৷ সেন নদীতে ঐতিহাসিক অলিম্পিক্সের উদ্বোধন দেখতে হাজির থাকবেন 3 লক্ষেরও বেশি মানুষ ৷ কিন্তু স্টেডিয়ামের মার্চ পাস্টের বদলে নদীপথে প্রায় সাড়ে 10,000 অ্যাথলিটের নৌকায় চেপে প্যারাড বাধ সাধতে পারে বৃষ্টির কারণে ৷ কারণ ফ্রান্সের হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার দিনের মাঝামাঝি সময় থেকে মেঘাচ্ছন্ন থাকবে প্যারিসের আকাশ ৷ সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ৷
সেদেশের হাওয়া অফিস জানাচ্ছে, বিকেলের দিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও সন্ধেয় উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির কারণে বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তবে আশার কথা এই যে, বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও আয়োজকদের তরফে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নয়া কোনও পরিকল্পনার কথা জানানো হয়নি ৷ অর্থাৎ, এখনও পর্যন্ত যা ঠিক তাতে সব পরিকল্পনামাফিকই চলবে ৷