পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভিনেশ-বজরংকে শো-কজ করল রেল, 10 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ - Railways Show Cause Vinesh - RAILWAYS SHOW CAUSE VINESH

Railways Issues Show-Cause Notice: 6 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া ৷ তার আগে 4 সেপ্টেম্বর রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন দুই তারকা পালোয়ান ৷ সেদিনই ভিনেশ-বজরংকে শো-কজ নোটিশ দেয় রেলওয়ে ৷

Railways Issues Show-Cause Notice
ভিনেশ-বজরংকে শো-কজ করল রেল (কংগ্রেস এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Sports Team

Published : Sep 7, 2024, 10:39 AM IST

Updated : Sep 7, 2024, 12:53 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ৷ হাত চিহ্নে হরিয়ানা বিধানসভা ভোটে লড়বেন দেশের তারকা পালোয়ান ৷ টিকিট না-দিলেও বজরং পুনিয়াকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷ দু’জনেই রেলওয়েতে কর্মরত ছিলেন ৷ এবার দুই পালোয়ানকে শো-কজ নোটিশ পাঠাল রেলওয়ে ৷ 10 দিনের মধ্যে দু’জনকে কারণ দর্শাতে বলা হয়েছে ৷

উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘4 সেপ্টেম্বর ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে দুই তারকার একটি রাজনৈতিক দলে যোগদান দেওয়ার জল্পনা শুরু হওয়ার পরেই এই নোটিশ পাঠানো হয়েছে । 10 দিনের মধ্যে তাঁদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে ৷’

কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া (ইটিভি ভারত)

প্রসঙ্গত, শুক্রবার কংগ্রেসে যোগদান আগে রেলের চাকরি ছাড়ার খবরও জানিয়েছিলেন ভিনেশ ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘ভারতীয় রেলে কাজ করা আমার জীবনের স্মরণীয় এবং গর্বের অধ্যায় ৷ তবে এই মুহূর্তে আমি রেলের পদ ছাড়তে চাই ৷ আমি চাকরি থেকে পদত্য়াগ করেছি ৷ আমি ভারতীয় রেলের প্রতি কৃতজ্ঞ আমায় দেশকে পরিষেবা দেওয়ার সুযোগ করে দেওয়ায় ৷’’

শুক্রবার কংগ্রেসে যোগ দেওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জুলানা আসন থেকে ভোটে লড়বেন ভিনেশ ৷ অন্যদিকে, 90টি আসনের হরিয়ানা বিধানসভার 67টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির ৷ ওই তালিকায় জুলানার প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি ৷ ফলে রাজনৈতিক মহল বলছে, ভিনেশের বদলে তাঁর তুতো বোন ববিতা ফোগতকে টিকিট দিয়ে চমক দিতে পারে বিজেপি ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 7, 2024, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details