পাল্লেকেলে, 27 জুলাই: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট শেষ হয়েছে 'দ্রাবিড় অধ্যায়'৷ রাহুল দ্রাবিড়ের থেকে গৌতম গম্ভীরের হাতে উঠেছে কোচের ব্যাটন ৷ শনিবার শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার 'গুরু'গম্ভীর সফর ৷ কোচের সফর শুরুর আগে উত্তরসূরি গম্ভীরকে বিশেষ বার্তা দিলেন পূর্বসূরি দ্রাবিড় ৷
কোচের পাশাপাশি টি-20 ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্বেও পরিবর্তন হয়েছে ৷ রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন উঠেছে সূর্যকুমার যাদবের হাতে ৷ আজ পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারতের ৷ কোচিং কেরিয়ারে দ্বীপরাষ্ট্র সফরেই সূর্যোদয় চান গম্ভীর ৷ লঙ্কা সফর শুরুর ঠিক আগেই উত্তরসূরি শুভেচ্ছা বার্তা দেন পূর্বসূরি ৷
টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ গম্ভীরকে কোচ হিসেবে দ্রাবিড়ের বার্তা, "হ্যালো গম্ভীর, ভারতীয় ক্রিকেটের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর কাজে তোমাকে স্বাগত ৷ তিন সপ্তাহ আগে আমি এমন এক সফর শেষ করেছি, যা আমি কোনও দিন কল্পনাও করিনি ৷ বার্বাডোজ এবং তার কয়েকদিন পরে মুম্বাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যা দিয়ে আমি ভারতীয় দলে কর্মজীবন শেষ করেছি ৷ কোচিং কেরিয়ারে দলের সঙ্গে আমার স্মৃতি ও বন্ধুত্ব আমি বয়ে বেড়াব ৷ তোমার কোচিং কেরিয়ারের জন্যও আমি এমনটাই কামনা করি ৷ আশাকরি, প্রতিটি দলেই সম্পূর্ণ ফিট খেলোয়াড়ের তুমি পাবে ৷ সেই শুভকামনা রইল ৷ পাশাপাশি তোমার সাফল্যের জন্যও শুভকামনা রইল ৷ কারণ, আমরা জানি কোচের সফল হতে গেলে বুদ্ধিমত্তার পাশাপাশি ভাগ্যকেও সাথ দিতে হয় ৷"
খেলোয়াড় হিসেবে সাফল্যের শিখরে থেকে বাইশ গজকে 'গুডবাই' জানিয়েছিলেন দ্রাবিড় ৷ ভারতীয় ক্রিকেটের অনেক সফলতার সাক্ষী থাকলেও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদপূরণ হয়নি 'দ্য ওয়াল'-এর ৷ ক্যাপ্টেন হিসেবেও দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি দ্রাবিড় ৷ তবে প্রায় তিন বছরের কোচিং কেরিয়ারের শেষটা হয়েছে সুমধুর ৷ কোচ হিসেবে দলকে 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ঘরের মাঠে 2023 ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে তুললেও সাফল্য আসেনি ৷ তবে কোচিং কেরিয়ারের শেষ অ্যাসাইনমেন্টে দেশকে টি-20 বিশ্বকাপ দিয়ে ভারতীয় ক্রিকেটে যাত্রা শেষ করেন রাহুল শরদ দ্রাবিড় ৷