দোহা, 11 ফেব্রুয়ারি: 2019 পর 2023 ৷ ঘরের মাঠে জর্ডনকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া সেরার শিরোপা জিতল কাতার। শনিবার লুসেইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে পেনাল্টি থেকে তিনটি গোল অর্থাৎ, হ্যাটট্রিক করে দলকে খেতাব এনে দিলেন আক্রম আফিফ ৷ অন্যদিকে, প্রথমবার মহাদেশীয় এই প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হল জর্ডনকে ৷ গতবার সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে জাপানকে হারিয়ে খেতাব জিতেছিল কাতার ৷
ফাইনালে আক্রম আফিফ প্রথম গোলটি করেন ম্যাচের 22 মিনিটে। বিরতিতে 1-0 গোলে এগিয়ে ছিল কাতার। তবে 67 মিনিটে ইয়াজান আবদুল্লার গোলে ম্যাচে সমতায় ফেরে জর্ডন। যদিও 73 মিনিটে ফের এগিয়ে যায় কাতার। দ্বিতীয় পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে যান আফিফ। কাতারের জয় কার্যত নিশ্চিত হয়ে যায় সেখানেই ৷ এরপর সংযুক্তি সময়ে ফের স্পটকিক থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কাতারের ঝাঁকরা চুলের এই স্ট্রাইকার ৷
এবার এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্বে কাতার প্রথমে লেবাননকে হারায় 3-0 গোলে। দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানকে তারা হারিয়েছিল 1-0 গোলে। এরপর চিনকেও একই ব্যবধানে পরাস্ত করেছিল কাতার। প্রি-কোয়ার্টার ফাইনালে প্যালেস্তাইনকে তারা পরাস্ত করে 2-1 গোলে। উজবেকিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল 1-1 থাকার পর টাইব্রেকারে কাতার জেতে 3-2 ব্যবধানে।
এরপর সেমিফাইনালে ইরানকে 3-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল কাতার। ফাইনালে জর্ডনকে পরাস্ত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ শনিবারের জয়ের ফলে পঞ্চম দেশ হিসেবে টানা দ্বিতীয়বার এএফসি এশিয়ান কাপ জিতল কাতার। শেষবার এই নজির গড়েছিল জাপান। 2000 সাল এবং 2004 সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তার আগে পরপর দু'বার এএফসি এশিয়ান কাপ জয়ের নজির আছে দক্ষিণ কোরিয়া (1956 এবং 1960 সাল), ইরান (1968, 1972 এবং 1976 সাল) এবং সৌদি আরবের (1984 এবং 1988 সাল) ৷ এএফসি এশিয়ান কাপের ইতিহাসে ইরানই একমাত্র দল, যাদের ট্রফি জয়ের হ্যাটট্রিকের নজির করেছে।
আরও পড়ুন:
- এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক, সিরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে লজ্জার বিদায় ভারতের
- হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব
- এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?