চেন্নাই, 2 মে:ফের পতন চেন্নাই দুর্গে ৷ চিপকে দুই কিংসের লড়াইয়ে শেষ হাসি পঞ্জাবের। কলকাতাকে ইডেনে ও চিপকে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্যাম কারানের দল ৷ গতকালের ম্যাচে চেন্নাইয়ের হারের কারণ ব্যাটিং ব্যর্থতা ৷ টপ থেকে মিডল ও টেল-এন্ডারের ব্যাটাররা ডাহা ফেল ৷ একমাত্র লড়াই চেন্নাই অধিনায়ক রুতুরাজের ৷ যদিও তা যথেষ্ঠ ছিল না। ঘরের মাঠে টস হেরে পঞ্জাব অধিনায়ক স্যাম কারানের সিদ্ধান্তে ব্যাট করতে নেমেছিলেন ধোনিরা ৷ তাতে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র 163 রানের টার্গেট দিয়েছিল সিএসকে। আর তার কারিগর হরপ্রীত ব্রারের ডেলিভারি ৷ অন্যদিকে, সিএসকে'র বোলিং বিভাগ চেষ্টা করলেও লড়াই কাজে কাজে না-আসায় 13 বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল স্যাম ব্রিগেড ৷
এদিন পঞ্জাব বোলার হারপ্রীত ব্রার 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ৷ তবে রাহুল চাহারও এদিন দু'টি উইকেট নিয়েছেন ৷ একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং ৷ এরপর প্রীতি জিন্টার দল ব্যাট করতে নেমে প্রভসিমরন সিং আউট হন 13 রানে ৷ জনি বেয়ারস্টো 30 বলে 46 রান করেন ৷ 43 রান করেন রিলি রোসোউ ৷ 26 রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন স্যাম কারান ৷ অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ৷ তাঁর রান 25 ৷ 17.5 ওভারে জেতার জন্য রান তুলে নেয় পঞ্জাব কিংস ৷