নয়াদিল্লি, 6 ডিসেম্বর: মহমেডান রয়েছে মহমেডানেই ৷ মুহূর্তের ভুলে গোল হজম করে প্রতিপক্ষকে ম্যাচ উপহার দেওয়ার অভ্যাস বজায় রাখল তারা। শুক্রবার আন্দ্রে চের্নিশভের ছেলেরা 0-2 গোলে পরাজিত। লুকা মাজসেন এবং ফিলিপ মিজলজাকের গোলে পঞ্জাব এফসি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল। তাদের দখলে 9 ম্যাচে 18 পয়েন্ট। এফসি গোয়াকে গোল পার্থক্যে পেছনে ফেলে উঠে এল প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়নরা। আর হারের হ্যাটট্রিকে আরও ফিকে হল সাদা-কালো শিবির ৷
অর্ন্তকলহে ক্লাবের আবহে অস্থিরতা বজায় রাখা মহমেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্তাদের পুরানো অভ্যাস। দলের কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ছবি শতাব্দী প্রাচীন ক্লাবে বিরল ৷ দল হারের অন্ধকারে সেদিকে কারোর খেয়াল নেই। সংবাদমাধ্যমের সামনে কোন ব্যক্তি মুখপাত্র হবেন, তা ঠিক করতে ব্যস্ত ক্লাব সভাপতি। এর বদলে ফুটবলারদের উজ্জীবীত করার কাজে কর্তাদের নির্দেশ দিলে বোধহয় ভালো হত। সমর্থকদের হাসিমুখ হয়তো দেখা যেত ৷ দলে এতগুলো 'কালিদাস' থাকলে যা হয় আর কি!
আইএসএলের মঞ্চে অনভিজ্ঞতা বড় বিষয় ৷ ছোট ভুলেরও এখানে ক্ষমা নেই। যেমন 58 মিনিটে লুকা মাজসেনের গোল। অমরজিৎ কিয়ামে রিসিভিংয়ের সামান্য ভুলে বল সামনে ছিটকে যেতেই ওতপাতা শিকারির মত গোল করলেন স্লোভানিয়ান স্ট্রাইকার। প্রথম গোল হজম করার 6 মিনিটের মধ্যে ফের ধাক্কা। এবার ইরসাদের ভুল ক্লিয়ারেন্স থেকে আর্জেন্তিনার পুলগা ভিদালের পাস এবং তা ধরে সাদা কালো রক্ষণকে পিছনে ফেলে গোল ফিলিপ মিজলজ্যাকের। ক্রোয়েশিয়ান ফুটবলারের প্রথম গোলের ক্ষেত্রে অবদান রয়েছে। তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়ে ফিরলে অমরজিত কিয়াম তা বিপদমুক্ত করতে ব্যর্থ হন। যা কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন লুকা। তিন নম্বরে উঠে এলেও পঞ্জাব এফসি দলটি মাঝারিমানের। কিন্তু দলগত প্রচেষ্টায় তারা প্রতিপক্ষকে টেক্কা দিচ্ছে। মহমেডান স্পোর্টিংকে হারানোর আগে মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল তারা।