ব্রিজটাউন (বার্বাডোজ), 9 জুন: সদ্য সমাপ্ত আইপিএলের সপ্তদশ সংস্করণে অংশ নেননি অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৷ আর সেটাই তাঁর চলতি টি-20 বিশ্বকাপের আগে 'সেরা সিদ্ধান্ত' ছিল তাঁর ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা এমনটাই দাবি করেছেন সাংবাদিক বৈঠকে ৷ 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি ৷ দুই ব্রিটিশ ওপেনার ফিল সল্ট (37) এবং জস বাটলারের (42) উইকেট নিয়েছেন তিনি ৷ আর তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড ব্যাটিং ৷ 36 রানে জিতে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ-বি থেকে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷
অজি লেগস্পিনার বলেন, "আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত আমি টুর্নামেন্টের কিছু সময় আগে নিয়েছিলাম ৷ আর আমি মনে করি, এই বিশ্বকাপে মনোসংযোগ করতে সেই সময়ের সিদ্ধান্তটা একেবার সঠিক ছিল ৷ কারণ, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ৷ এমনকী সামান্য চোটও ছিল ৷ পাশাপাশি আমার একটা পরিবারও আছে ৷ কখনও কখনও কাজের থেকেও বেশি তাঁদের সময় দেওয়াটা জরুরি হয়ে পড়ে ৷ আসলে বিষয়টা হল, আমি একটু ধীরে শুরু করতে পছন্দ করি ৷ তাই আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয় ৷"
জাম্পার কথায়, আইপিএল না-খেলায় তাঁর শরীর একেবারে সুস্থ ও তরতাজা রয়েছে ৷ তিনি বলেন, "আমার শরীর এই মুহূর্তে দারুণ ফিট এবং আমি এখন অনেক বেশি এফোর্ট দিতে পারছি মাঠে, বাড়তি পরিশ্রম করতে পারছি ৷ সাধারণত এই ধরনের টুর্নামেন্টে আমি আগে যতটা বোলিং করতাম, এখন তার থেকে অনেক বেশি বল করতে পারব ৷ এর বাইরে প্রস্তুতি ম্যাচ এবং অন্যান্য বাকি জিনিসের কারণে এই মুহূর্তে দারুণ অনুভূতি হচ্ছে ৷"