পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলে না-খেলা টি-20 বিশ্বকাপে সাহায্য করছে, মত জাম্পার - T20 World Cup 2024

T20 World Cup 2024: শনিবার রাতে টি-20 বিশ্বকাপে প্রথমবার দু’শো বা তার বেশি রান তুলল অস্ট্রেলিয়া ৷ 2020 সালের চ্যাম্পিয়ন দল 2010 সালে ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 197 রান করেছিল ৷ 14 বছর পর সেই ক্যারিবিয়ান দ্বীপে এসে প্রথমবার আগে ব্যাট করে দু’শো রান স্কোর বোর্ডে তুলল অজি ব্রিগেড ৷

ETV BHARAT
টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা ৷ (ছবি- এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 10:44 PM IST

ব্রিজটাউন (বার্বাডোজ), 9 জুন: সদ্য সমাপ্ত আইপিএলের সপ্তদশ সংস্করণে অংশ নেননি অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৷ আর সেটাই তাঁর চলতি টি-20 বিশ্বকাপের আগে 'সেরা সিদ্ধান্ত' ছিল তাঁর ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা এমনটাই দাবি করেছেন সাংবাদিক বৈঠকে ৷ 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি ৷ দুই ব্রিটিশ ওপেনার ফিল সল্ট (37) এবং জস বাটলারের (42) উইকেট নিয়েছেন তিনি ৷ আর তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড ব্যাটিং ৷ 36 রানে জিতে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ-বি থেকে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷

অজি লেগস্পিনার বলেন, "আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত আমি টুর্নামেন্টের কিছু সময় আগে নিয়েছিলাম ৷ আর আমি মনে করি, এই বিশ্বকাপে মনোসংযোগ করতে সেই সময়ের সিদ্ধান্তটা একেবার সঠিক ছিল ৷ কারণ, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ৷ এমনকী সামান্য চোটও ছিল ৷ পাশাপাশি আমার একটা পরিবারও আছে ৷ কখনও কখনও কাজের থেকেও বেশি তাঁদের সময় দেওয়াটা জরুরি হয়ে পড়ে ৷ আসলে বিষয়টা হল, আমি একটু ধীরে শুরু করতে পছন্দ করি ৷ তাই আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয় ৷"

জাম্পার কথায়, আইপিএল না-খেলায় তাঁর শরীর একেবারে সুস্থ ও তরতাজা রয়েছে ৷ তিনি বলেন, "আমার শরীর এই মুহূর্তে দারুণ ফিট এবং আমি এখন অনেক বেশি এফোর্ট দিতে পারছি মাঠে, বাড়তি পরিশ্রম করতে পারছি ৷ সাধারণত এই ধরনের টুর্নামেন্টে আমি আগে যতটা বোলিং করতাম, এখন তার থেকে অনেক বেশি বল করতে পারব ৷ এর বাইরে প্রস্তুতি ম্যাচ এবং অন্যান্য বাকি জিনিসের কারণে এই মুহূর্তে দারুণ অনুভূতি হচ্ছে ৷"

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

শনিবার ভারতীয় সময় রাত সাড়ে 10টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ৷ কিন্তু, বাটলারের সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায় ৷ দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (39) এবং ট্রাভিস হেডের (34) বিস্ফোরক ব্যাটিং পাওয়ার-প্লে’র 6 ওভারে 2 উইকেট হারিয়ে 74 রান তোলে অস্ট্রেলিয়া ৷ পরে মিচেল মার্শ (35) এবং মার্কস স্টইনিস (30)-এর ব্যাটিং অস্ট্রেলিয়াকে 7 উইকেটে 201 রানে পৌঁছে দেয় ৷ যে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড ৷

কিন্তু, দুই ওপেনারের উইকেট পড়তেই খেলা ঘুরে যায় ৷ একের পর এক উইকেটের পতনে ইংল্যান্ড চাপে পড়ে যায় ৷ 8 নম্বর ওভারের প্রথম বলে 73 রানে প্রথম উইকেট হারানোর পর 16 ওভারে 128 রানে 5 উইকেট হয়ে যায় থ্রি-লায়ন্সের ৷ যে চাপ শেষ পর্যন্ত নিতে পারেনি তারা ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 165 রানে থেমে যায় ইংল্যান্ড ৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ৷ সবমিলিয়ে গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের পরের রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details