পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোল করিয়ে নজির রোনাল্ডোর, তুরস্ককে উড়িয়ে ইউরোর নক-আউটে পর্তুগাল - EURO 2024 - EURO 2024

Portugal Beat Turkey in EURO: গোল না-পেলেও গোল করিয়ে নজির গড়লেন রোনাল্ডো ৷ তুরস্ককে হেলায় হারিয়ে ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল ৷ 2016 চ্যাম্পিয়নরা জিতল 3-0 গোলে ৷

Portugal Beat Turkey
সতীর্থের আলিঙ্গনে রোনাল্ডো (পর্তুগাল ফুটবল টিম-এক্স)

By PTI

Published : Jun 23, 2024, 7:20 AM IST

ডর্টমুন্ড, 23 জুন:প্রথম ম্যাচে জয় এসেছিল সংযুক্তি সময়ের গোলে ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ তুরস্ককে দুরমুশ করে ইউরো কাপের শেষ ষোলয় পা রাখল পর্তুগাল ৷ গোল না-পেলেও সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে দিয়ে গোল করালেন মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শনিবার ডর্টমুন্ডে আধিপত্য নিয়ে পর্তুগাল ম্যাচ জিতল 3-0 গোলে ৷ ব্রুনো ছাড়াও গোল পেলেন বার্নার্দো সিলভা ৷ আরেকটি গোল আত্মঘাতী, যে গোলকে তুরস্ক রক্ষণের বিপর্যয় বললে ভুল বলা হয় না ৷

21 মিনিটে নুনো মেন্ডেসের মাটি ঘেঁষা ক্রস তুরস্ক রক্ষণে প্রতিহত হলে চলতি বল জোরালো শটে জালে পাঠান বার্নার্দো সিলভা ৷ সাত মিনিট বাদে তুরস্ক গোলরক্ষকের সঙ্গে ডিফেন্ডার সামেত আকায়দিনের ভুল বোঝাবুঝিতে দ্বিতীয় গোল পায় 2016 চ্যাম্পিয়নরা ৷ গোলরক্ষক গোল ছেড়ে বেরিয়ে আসেন, অথচ তাঁকে লক্ষ্য না-করেই আকায়দিন ব্যাক পাস করতে গিয়ে বল তেকাঠিতে প্রবেশ করিয়ে দেন ৷ পালটা তুরস্ক দু-একটি সুযোগ তৈরি করেছিল বটে, কিন্তু পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তা রুখে দেন বিপক্ষের সব প্রয়াস ৷

2-0 ব্যবধানে আগুয়ান পর্তুগাল দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যায় শুরুতেই ৷ 55 মিনিটে একটি লং বল ধরে বক্সে গোলের সামনে পৌঁছে যান রোনাল্ডো ৷ গোলরক্ষককে একা পেয়েও গোলে শট না-করে তিনি তা সাজিয়ে দেন ব্রুনোর জন্য ৷ ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক ৷ সেইসঙ্গে ইউরোর ইতিহাসে সর্বাধিক 7টি অ্যাসিস্টের নজির জুড়ে যায় কিংবদন্তির নামের সঙ্গে ৷ এরপর সুযোগ এলেও তা থেকে ব্যবধান বাড়েনি ৷ 3-0 জিতে গ্রুপ টপার হয়েই পরের পর্ব নিশ্চিত করে ফেলে রবার্তো মার্টিনেজের ছেলেরা ৷

রোনাল্ডো অনুরাগীদের কারণে এদিন দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ম্যাচের গতি থমকায় ৷ প্রথমবার মাঠে প্রবেশ করা এক খুদে অনুরাগীর সঙ্গে সেলফি তুললেও পরবর্তী সময়ে বিরক্তি অনুভব করেন সিআর সেভেন ৷ যা ইউরোর মঞ্চে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তুলে দিয়ে যায় একাধিক প্রশ্ন ৷ আগামী বৃহস্পতিবার জর্জিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন রোনাল্ডোরা ৷

ABOUT THE AUTHOR

...view details