ডর্টমুন্ড, 23 জুন:প্রথম ম্যাচে জয় এসেছিল সংযুক্তি সময়ের গোলে ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ তুরস্ককে দুরমুশ করে ইউরো কাপের শেষ ষোলয় পা রাখল পর্তুগাল ৷ গোল না-পেলেও সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে দিয়ে গোল করালেন মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শনিবার ডর্টমুন্ডে আধিপত্য নিয়ে পর্তুগাল ম্যাচ জিতল 3-0 গোলে ৷ ব্রুনো ছাড়াও গোল পেলেন বার্নার্দো সিলভা ৷ আরেকটি গোল আত্মঘাতী, যে গোলকে তুরস্ক রক্ষণের বিপর্যয় বললে ভুল বলা হয় না ৷
21 মিনিটে নুনো মেন্ডেসের মাটি ঘেঁষা ক্রস তুরস্ক রক্ষণে প্রতিহত হলে চলতি বল জোরালো শটে জালে পাঠান বার্নার্দো সিলভা ৷ সাত মিনিট বাদে তুরস্ক গোলরক্ষকের সঙ্গে ডিফেন্ডার সামেত আকায়দিনের ভুল বোঝাবুঝিতে দ্বিতীয় গোল পায় 2016 চ্যাম্পিয়নরা ৷ গোলরক্ষক গোল ছেড়ে বেরিয়ে আসেন, অথচ তাঁকে লক্ষ্য না-করেই আকায়দিন ব্যাক পাস করতে গিয়ে বল তেকাঠিতে প্রবেশ করিয়ে দেন ৷ পালটা তুরস্ক দু-একটি সুযোগ তৈরি করেছিল বটে, কিন্তু পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তা রুখে দেন বিপক্ষের সব প্রয়াস ৷