হায়দরাবাদ, 29 অগস্ট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ ৷ কনিষ্ঠ হিসেবে আইসিসি'র শীর্ষপদে অমিত শাহ-পুত্র দায়িত্বভার গ্রহণ করবেন আগামী 1 ডিসেম্বর ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র 16 সদস্যের মধ্যে 15 জনের সমর্থন নিয়ে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব ৷ সূত্রের খবর, নয়া আইসিসি চেয়ারম্যান হিসেবে কেবল পাকিস্তানের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন শাহ ৷
নিউজ 18-এর রিপোর্ট অনুযায়ী, একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন জয় শাহ ৷ গোটা প্রক্রিয়ায় পিসিবি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মত শক্তিধর ক্রিকেট বোর্ডগুলো যখন পূর্ণ সমর্থন করেছে, তখন পাকিস্তানের সমর্থন না-পাওয়া যদিও শাহের আইসিসি'র শীর্ষপদে বসা আটকাতে পারেনি ৷ কিন্তু রিপোর্ট সত্যি হলে আগামী বছর সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে দু'দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি হবে, তা বলাই যায় ৷