লাহোর, 7 সেপ্টেম্বর:জয় শাহ আইসিসি'র শীর্ষপদে আসীন হয়েছেন তো কী হয়েছে? তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণই নেই ৷ বরং, আগামী বছর দেশের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন এবং সেখানে ভারতের অংশগ্রহণ নিয়ে বড়সড় আপডেট দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷
জিও নিউজকে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নাকভি বলেন, "জয় শাহ আইসিসি'র চেয়ারম্য়ান হওয়ায় পাকিস্তানের উদ্বেগের কিছুই নেই ৷ বরং আমরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি ৷" সেইসঙ্গে আগামী 8 এবং 9 সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে, তাও জানান নাকভি ৷"
উল্লেখ্য, জয় শাহ আইসিসি চেয়ারম্য়ান হওয়ায় এসিসি'র পরবর্তী চেয়ারম্য়ান হিসেবে নাকভির সম্ভাবনা জোরালো হয়েছে বলে শোনা যাচ্ছে ৷ কিন্তু এসিসি'র বৈঠকে তিনি থাকবেন না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্য়ান ৷ নাকভির কথায়, "আমি এসিসি'র বৈঠকে হাজির থাকতে পারব না ৷ পরিবর্তে সলমন নাসির হাজির থাকবেন ৷ ওই বৈঠকেই এসিসি'র নয়া প্রেসিডেন্টের বিষয়টি চূড়ান্ত হবে ৷"
কনিষ্ঠ হিসেবে আগামী 1 ডিসেম্বর থেকে আইসিসি'র কার্যভার গ্রহণ করবেন জয় শাহ ৷ তিনি আইসিসি'র মসনদে বসায় আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনুরাগীরা ৷ যেহেতু, সেখানে ভারতের অংশগ্রহণ একটা বড় বিষয় ৷ তাহলে কি হাইব্রিড মডেলে হবে টুর্নামেন্ট ? উত্তর দেবে সময় ৷ এমতাবস্থায় আশার বাণী নাকভির গলায় ৷ তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে ৷ যে সকল দেশ সেখানে অংশ নেবে, সবক'টি ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমরা যোগাযোগ রেখে চলেছি ৷"