প্যারিস, 8 অগস্ট: ভিনেশ ফোগতের হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল ভারত ৷ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ লক্ষ্মীবারে কি প্যারিসে ভারতের জন্য 'সোনার দিন' হবে ? টোকিয়োতে জ্যাভলিনে সোনাজয়ী প্যারিসেও কি ভারতকে প্রথম সোনার পদক দিতে পারবেন ? অপেক্ষায় ভারতবাসী ৷ আজ হকি দল নামছে ব্রোঞ্জ পদকের আশায় ৷ জিততে পারলে ভারতের ব্রোঞ্জ পদকের সংখ্যাটা বেড়ে তিন থেকে চার হবে ৷ এছাড়াও কখন, কোন খেলায় ভারতীয় অ্যাথলিটরা লড়াই করবেন, দেখে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচি।
- বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের 13তম দিনে (8 অগস্ট) ভারতের সূচি-
গলফ-
গলফে উইমেন্স ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে নামছেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর ৷ সময়- বেলা 12.30 ৷
অ্যাথলেটিক্স-
অ্যাথলেটিক্সে মেয়েদের 100 মিটার হার্ডলসের রেপেচেজ রাউন্ডে নামছেন জ্যোতি ইয়াররাজি ৷ সময় দুপুর 02.05 ৷
কুস্তি-
মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের প্রি-কোয়ার্টার অর্থাৎ রাউন্ড অফ 16-এ নামছেন অংশু মালিক। কোয়ার্টার ফাইনাল হবে এরপরেই (যদি অংশু যোগ্যতা অর্জন করতে পারেন)। সময় দুপুর 03.00 ও পরের ম্যাচ বিকেল 04.20 ৷ এরপর মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির 57 কেজি বিভাগের সেমিফাইনাল রয়েছে (যদি অংশু মালিক যোগ্যতা অর্জন করতে পারেন) ৷ সময় রাত 09.45 নাগাদ ৷