প্যারিস, 28 জুলাই: শুটিংয়ে মনু ভাকেরের পদক জয়ে প্যারিস গেমসের তৃতীয়দিনটা স্মরণীয় হয়ে থাকবে ভারতের জন্য ৷ কিন্তু ভারতের প্রথম পদক জয়ের দিনেই বড় ধাক্কাটা এল টেবল টেনিসে ৷ মহিলা সিঙ্গলসে সৃজা আকুলা জয় দিয়ে শুরু করলেও প্রথম ম্যাচেই হেরে বসলেন অভিজ্ঞ প্যাডলার শরথ কমল ৷ সেইসঙ্গে সিঙ্গলস থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল তাঁর ৷
কমনওয়েলথ গেমসে সাতটি সোনার মালিক শরথ এদিন স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন 12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12 ব্যবধানে ৷ সবমিলিয়ে 49 মিনিটে লড়াইয়ে স্লোভেনিয়ার কজুল ডেনির কাছে 4-2 সেটে হারলেন তিনি ৷ যদিও প্রথম গেম জিতে শুরুটা ভালোই হয়েছিল চলতি অলিম্পিক্সে দেশের পতাকা বাহকের ৷ সেয়ানে সেয়ানে টক্করের পর 12-10 ব্যবধানে প্রথম গেম জেতেন 42 বছরের প্যাডলার ৷ কিন্তু দ্বিতীয় গেমে প্রত্যাঘাত ছুঁড়ে দেন তাঁর স্লোভেনিয়ার প্রতিদ্বন্দ্বী ৷