প্যারিস, 26 জুলাই: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্রেমের শহরে শুরু হল বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসব ৷ প্যারিসের আইকনিক স্যেন নদীতে জমাটি শো’য়ে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স 2024 ৷ অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে ৷ আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে প্যারিসকে ৷
বিভিন্ন দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে অলিম্পিক্সে ৷ ভারতের হয়ে উদ্বোধনী প্যারেড তেরঙা বইবেন দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ৷
- অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম যা যা...
- স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান
- নদীর উপর একটি অনুষ্ঠান
- পরিসংখ্যান কী বলছে ?
94টি নৌকা: অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে ৷ স্যেন নদীতে হবে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান ৷ প্যারেড বহরে থাকবে 94টি নৌকা ৷ ছয় কিলোমিটার দীর্ঘপথ জুড়ে চলবে প্যারেড । 206টি জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) প্রতিনিধিত্ব করবে ৷ থাকবেন 10,500 ক্রীড়াবিদ ।
- উদ্বোধনী অনুষ্ঠানের সময়...
উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় রাত 11:00 টায় শুরু হবে ৷ চলবে তিন ঘন্টারও বেশি সময় ধরে ।
- কোথায় হবে ?
প্যারেডটি জার্ডিন দেস প্লান্টেসের কাছে অস্টারলিটজ ব্রিজে শুরু হবে ৷ পূর্ব থেকে পশ্চিমে স্যেন নদীর গতিপথ বরাবর যায়। নৌকায় থাকা ক্রীড়াবিদরা লা কনকর্ড আরবান পার্ক, ইনভালাইডস এবং গ্র্যান্ড প্যালাই-সহ বেশ কয়েকটি অলিম্পিক ভেন্যু দেখতে পাবেন । প্যারেডটি ইয়েনা সেতুতে শেষ হবে ৷ যা আইফেল টাওয়ারকে ট্রোকাডেরো জেলার সঙ্গে সংযুক্ত করে । অনুষ্ঠানের সমাপ্তি হবে ট্রোকাডেরোতে ৷ সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদ্বোধনী বক্তব্য দেবেন । হিপহপ কিংবদন্তি স্নুপ ডগ অলিম্পিক মশাল বহন করবেন ৷
কঠিন চ্যালেঞ্জের সামনে লভলিনা, জারিন; কাদের বিরুদ্ধে নামবেন দেশের বক্সাররা ?
- কতজন ক্রীড়াবিদ অংশ নেবেন ?
প্যারেড চলাকালীন প্রায় 10,500 ক্রীড়াবিদ বহনকারী প্রায় 94টি নৌকা স্যেন নদীতে ভাসবে । কুচকাওয়াজে প্রতিনিধিত্ব করা 206টি জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) মধ্যে বড় নামেদের জন্য আলাদা নৌকা থাকবে ৷ ছোট কমিটিগুলি নৌকা শেয়ার করবে ৷
- উদ্বোধনী অনুষ্ঠান দেখার উপায়...