পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

একাই 162টি দেশকে পিছনে ফেলেছেন ফেল্পস, অলিম্পিক্সে কত সোনা কিংবদন্তির ঝুলিতে? - MICHAEL PHELPS OLYMPICS RECORD

MICHAEL PHELPS THE OLYMPICS 'GOAT': মাইকেল ফেল্পসের একার ঝুলিতে যত অলিম্পিক্স সোনা রয়েছে, তা গেমসে অংশ নেওয়া 162টি দেশের সর্বসাকুল্যে নেই ৷ কত সোনা 'জলের রাজা'র ঝুলিতে, তাঁর সম্পত্তিই বা কত? জেনে নিন সবকিছুই ৷

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 4:11 PM IST

MICHAEL PHELPS
প্যারিসে অতিথি ফেল্পস (AP Photo)

হায়দরাবাদ, 5 অগস্ট: অলিম্পিক্সকে বলা হয় 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ৷ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাথলিটরা নিজেদের শাণিত করে সেরাটা মেলে ধরার চেষ্টা করেন ৷ কার্ল লুইস, উসেইন বোল্ট, নাদিয়া কোমানেচি- অলিম্পিক্সের মঞ্চে শ্রেষ্ঠ অ্যাথলিট বলতে সমস্বরে উচ্চারিত হয় এদের নাম ৷ কিন্তু পদক জয়ের নিরিখে যদি দেখা যায় তাহলে বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেল্পস ৷ 23টি সোনা, 3টি রুপো এবং 2টি ব্রোঞ্জ সহযোগে যিনি প্রশ্নাতীতভাবে অলিম্পিক্সের সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট ৷ অর্থাৎ, ফেল্পসের একার ঝুলিতেই 28টি পদক ৷

একাই পিছনে ফেলেছেন 162টি দেশকে: 28টি সোনার মধ্যে ফেল্পসের ঝুলিতে 23টি সোনা ৷ পরিসংখ্যান বলছে, অলিম্পিক্সে অংশগ্রহণ করা এমন 162টি দেশ রয়েছে, যাদের সর্বসাকুল্যে সংগৃহীত সোনার সংখ্যা একা ফেল্পসের তুলনায় কম ৷ ধরা যাক ভারতের কথাই ৷ এযাবৎ, অলিম্পিক্সে 10টি সোনা জিতেছে ভারত ৷ যা ফেল্পসের অর্জিত সোনার সংখ্যার অর্ধেকেরও কম ৷

15 বছরে অলিম্পিক্স আত্মপ্রকাশ: 2000 সিডনিতে শুরু হয়েছিল মাইকেল ফেল্পসের অলিম্পিক্স জার্নি ৷ যদিও সেবার কোনও পদক জিততে পারেননি 'জলের রাজা' ৷ 2004 এথেন্স অলিম্পিক্সে প্রথম ঝড় তোলেন মার্কিন সাঁতারু ৷ তুলে নেন 6টি সোনা ৷ এরপর 2008 বেজিংয়ে ফেল্পসের ঝুলিতে আসে 8টি সোনা ৷ এরপর যথাক্রমে 2012 লন্ডন এবং 2016 রিও অলিম্পিক্সে 4টি এবং 6টি সোনার পদক জিতে নেন তিনি ৷

রিও অলিম্পিক্সে জেতা পদক গলায় ফেল্পস (GETTY)

ফেল্পসের সম্পত্তির পরিমাণ: অলিম্পিক্সে 28টি স্বর্ণপদকের মালিকের সম্পত্তির পরিমাণ কত? জানতে আগ্রহী অনেক অনুরাগীই ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো কেবল পুলেই নয়, পুলের বাইরেও সফল ফেল্পস ৷ সাঁতারে তাঁর অসামান্য কৃতিত্ব মার্কিন অ্যাথলিটকে বিশ্বের অন্যতম ধনী অ্য়াথলিটের তকমা এনে দিয়েছে ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 837 কোটি টাকার মালিক মাইকেল ফেল্পস ৷

ABOUT THE AUTHOR

...view details