প্যারিস, 6 অগস্ট:পিভি সিন্ধু টানা তৃতীয়বার পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই ৷ সোমবার ব্য়াডমিন্টনে পদকের শেষ আশা লক্ষ্য সেনও হেরে গিয়েছেন ব্রোঞ্জ পদকের ম্যাচে ৷ সবমিলিয়ে 2008 সালের পর অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরছে ভারতীয় ব্যাডমিন্টন দল ৷ আর প্য়ারিসে হতশ্রী পারফরম্যান্সের পর যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷ যিনি ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচও বটে ৷
পাড়ুকোনের কথায়, অ্যাথলিটদের জন্য দেশের সরকার অনেক কিছু করেছে ৷ এবার অ্য়াথলিটদেরই দায় নেওয়া উচিৎ ৷ সোমবার শিষ্যের হারের পর তিনি সাংবাদিকদের বলেন, "আমি হতাশ যে ব্য়াডমিন্টনে একটাও পদক আনতে পারলাম না ৷ আমি বলেছিলাম এবার অলিম্পিক্সে আমরা তিনটি পদকের দৌড়ে রয়েছি ৷ সেখান থেকে অন্তত একটা এলেও খুশি হতাম ৷ এবার সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ক্রীড়ামন্ত্রক তাদের সেরাটা দিয়েছে ৷ আমার মনে হয় না সরকার যা করেছে তার থেকে বেশি কিছু করা সম্ভব ৷ তাই প্লেয়ারদেরই দায় নিতে হবে এবার ৷"