প্যারিস, 11 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের দশমী আজ ৷ 13 দিনের নন-স্টপ স্পোর্টিং ইভেন্টের শেষে আগামিকাল থেকে 'থমথমে' প্যারিস ৷ তার আগে রবিবার ফ্রান্সের রাজধানী শহরে জমকালো সমাপ্তি অনুষ্ঠান ৷ যে সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে আগামী অলিম্পিক্স আয়োজনের জন্য ব্য়াটন তুলে দেওয়া হবে লস অ্যাঞ্জেলসের হাতে ৷ প্যারিস গেমসের সেই সমাপ্তি অনুষ্ঠানে থাকছে হলিউড ফ্লেভার ৷ অনুষ্ঠানের মুখ হিসেবে অভিনেতা টম ক্রুজকে বেছে নিয়েছে আয়োজকরা ৷
'মিশন ইম্পসিবল'-এর পরবর্তী পর্বের শুটিংয়ের কাজে আপাতত ইউরোপেই রয়েছেন হলিউড তারকা ৷ রবিবার প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছেন তিনিই ৷ পরবর্তী অলিম্পিক্স আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলসের হাতে পতাকা তুলে দেওয়ার কাজটা সারবেন ক্রুজই ৷ সঙ্গে থাকছে তাঁর আকর্ষণীয় স্টান্ট পারফরম্য়ান্সও ৷ প্রথার বিপরীতে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্যেন নদীতে হলেও সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে স্তেদ দে ফ্রান্স স্টেডিয়ামেই ৷ আর সমাপ্তি অনুষ্ঠানের নির্দেশনায় থাকছেন থমাস জলি ৷ তিনি জানান, সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ মনে রাখবে অলিম্পিক্স গেমস কতটা মহার্ঘ ৷
কখন অনুষ্ঠিত হবে অনুষ্ঠান: ভারতীয় সময় অনুযায়ী 12 অগস্ট রাত 12টা 30 মিনিটে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান ৷