পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হার্দিকের উদ্দেশে ধেয়ে এল কটাক্ষ, ওয়াংখেড়ে বোঝাল মুম্বইয়ের 'জান' রোহিত-ই - IPL 2024 - IPL 2024

IPL 2024: দিনক'য়েক আগে আইপিএলের একটি ম্যাচেই 'হিটম্যান'কে 30 গজের বৃত্ত ছাড়িয়ে বাউন্ডারিতে ফিল্ডিংয়ে পাঠিয়েছিলেন নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ যা দেখে হৃদয় চূর্ণ হয়েছিল রোহিত শর্মার অনুরাগীদের ৷ সোমবার ওয়াংখেড়েতে তাই পান্ডিয়াকে ব্যঙ্গাত্মক ধ্বনি ছুড়লেন রোহিত-অনুরাগীরা ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Apr 1, 2024, 10:25 PM IST

Updated : Apr 1, 2024, 11:06 PM IST

মুম্বই, 1 এপ্রিল: টুর্নামেন্ট শুরু হয়েছে দিনদশেক পেরিয়ে গেলেও মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব বদল নিয়ে তরজা চলছেই ৷ রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার অনুরাগীরা সামাজিক মাধ্যমে এখন দু'টি আলাদা গোষ্ঠীতে বিভক্ত ৷ রোহিত-হার্দিক অনুরাগীদের এই ব্যাটলকে নেতিবাচক আখ্যা দিয়ে সরব হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ দক্ষিণী স্পিনার বলেন, "এমন ঘটনা ক্রিকেট বিশ্বে আর কোথাও দেখা যাবে না ৷" সোমবার সেই অশ্বিনেরই 200তম আইপিএল ম্যাচে বিরল ঘটনার সাক্ষী রইল ওয়াংখেড়ে ৷

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন ম্যাচের আগে নিয়ম মেনেই টস করতে আসেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ততক্ষণ পর্যন্তও ঠিক ছিল ৷ গোলমালটা বাঁধল ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মুম্বই অধিনায়ক হিসেবে অলরাউন্ডারের নাম ঘোষণা মাত্রই ৷ হার্দিকের প্রতি ক্ষোভ থেকে ধীরে ধীরে পুঞ্জীভূত মেঘ যেন বারিধারা ঝরে পড়ল ওয়াংখেড়েতে ৷ প্রথমে হার্দিককে উদ্দেশ্য করে ধেয়ে গেল ব্যঙ্গাত্মক ধ্বনি ৷ তারপর স্টেডিয়ামের গ্যালারি ফেটে পড়ল 'রোহিত...রোহিত' শব্দব্রহ্মে ৷ যদিও সেই সময় বাইশ গজে দাঁড়িয়ে থাকা হার্দিক হেসেই সামলালেন সমস্ত বিষয়টা ৷ অবস্থা এমনই ধারাভাষ্যকারকেও মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকারও 'সংযত' হতে বলেন ওয়াংখেড়ের গ্যালারিকে ৷

ঘটনার সূত্রপাত মরশুম শুরুর আগে নিলামের আবহে গুজরাত ছেড়ে হার্দিকের মুম্বইয়ে প্রত্যাবর্তন এবং ফ্র্যাঞ্চাইজির তাঁকে অধিনায়ক ঘোষণা করা ৷ কানাঘুষো শোনা গিয়েছিল, অধিনায়ক হওয়ার শর্তেই নাকি পল্টনদের দলে ফিরতে রাজি হয়েছেন বরোদা ক্রিকেটার ৷ কিন্তু অনুরাগীরা তো তা মানতে রাজি নয় ৷ পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ককে সরিয়ে দলনায়ক হিসেবে হার্দিককে যে তাঁরা এখনও মেনে নিতে পারেননি, তা বুঝিয়ে দিল সোমবার ওয়াংখেড়ের গ্যালারি ৷

সব দেখেশুনে ফ্র্যাঞ্চাইজি তাদের সিদ্ধান্তে পিছু হটতে বাধ্য হবে কি না জানা নেই, তবে 'হিটম্যানে'র প্রতি মুম্বই অনুরাগীদের আবেগ দেখে হার্দিক মনে মনে বিলক্ষণ গাইছেন, "তাই তো বলি আমায় বরং, ঘেন্না কর, ঘেন্না কর ৷"

আরও পড়ুন:

  1. বোল্ট-চাহালে ঘায়েল রোহিত-হার্দিকরা, টেনেটুনে 125 তুলল মুম্বই
  2. রামনবমীর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে কি হবে না নাইটদের ম্যাচ!
Last Updated : Apr 1, 2024, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details