মুম্বই, 1 এপ্রিল: টুর্নামেন্ট শুরু হয়েছে দিনদশেক পেরিয়ে গেলেও মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব বদল নিয়ে তরজা চলছেই ৷ রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার অনুরাগীরা সামাজিক মাধ্যমে এখন দু'টি আলাদা গোষ্ঠীতে বিভক্ত ৷ রোহিত-হার্দিক অনুরাগীদের এই ব্যাটলকে নেতিবাচক আখ্যা দিয়ে সরব হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ দক্ষিণী স্পিনার বলেন, "এমন ঘটনা ক্রিকেট বিশ্বে আর কোথাও দেখা যাবে না ৷" সোমবার সেই অশ্বিনেরই 200তম আইপিএল ম্যাচে বিরল ঘটনার সাক্ষী রইল ওয়াংখেড়ে ৷
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন ম্যাচের আগে নিয়ম মেনেই টস করতে আসেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ততক্ষণ পর্যন্তও ঠিক ছিল ৷ গোলমালটা বাঁধল ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মুম্বই অধিনায়ক হিসেবে অলরাউন্ডারের নাম ঘোষণা মাত্রই ৷ হার্দিকের প্রতি ক্ষোভ থেকে ধীরে ধীরে পুঞ্জীভূত মেঘ যেন বারিধারা ঝরে পড়ল ওয়াংখেড়েতে ৷ প্রথমে হার্দিককে উদ্দেশ্য করে ধেয়ে গেল ব্যঙ্গাত্মক ধ্বনি ৷ তারপর স্টেডিয়ামের গ্যালারি ফেটে পড়ল 'রোহিত...রোহিত' শব্দব্রহ্মে ৷ যদিও সেই সময় বাইশ গজে দাঁড়িয়ে থাকা হার্দিক হেসেই সামলালেন সমস্ত বিষয়টা ৷ অবস্থা এমনই ধারাভাষ্যকারকেও মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকারও 'সংযত' হতে বলেন ওয়াংখেড়ের গ্যালারিকে ৷