নয়াদিল্লি, 9 জানুয়ারি: আবারও খেলার মাঠে ভারত-পাক দু'দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব ৷ অন্যান্য দল পেয়ে গেলেও এদেশে আগামী সপ্তাহে শুরু হতে চলা খো-খো বিশ্বকাপের জন্য ভিসা অমিল পাকিস্তানের পুরুষ ও মহিলা দলের ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ভিসার অনুমতি মঞ্জুর হয়নি বিদেশমন্ত্রকের তরফে ৷ যা পরিস্থিতি তাতে পাকিস্তানকে ছাড়াই আগামী 13 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে খো-খো বিশ্বকাপের প্রথম সংস্করণ ৷
প্রতিযোগিতা শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই ৷ এমতাবস্থায় পাকিস্তান দল ভিসা না-পাওয়ার মানে তাঁদের ছাড়াই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত চলবে খো-খো বিশ্বকাপের আসর ৷ তার আগে পাক দলের ভিসা না-পাওয়া নিয়ে ভারতের খো-খো ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা সুধাংশু মিত্তল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বুধবার বলেন, "পাকিস্তান এখনও তাঁদের ভিসা হাতে পায়নি ৷"
বুধবারই খো-খো ফেডারেশনের তরফে ভারতের ওপেনিং ম্যাচের প্রতিপক্ষ বদল করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে ৷ আগামী 13 জানুয়ারি উদ্বোধনী ম্যাচে প্রাথমিকভাবে ভারতীয় মহিলা দলের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের ৷ সেই সূচিতে বদল এনে জানিয়ে দেওয়া হয় উদ্বোধনী ম্যাচে ভারতের পুরুষ দল নেপালের বিরুদ্ধে খেলবে ৷ এমনকী নয়া সূচি থেকে পাকিস্তানকে বাদও রাখা হয়েছে ৷