পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অধিনায়কত্ব থাকবে কি না সিদ্ধান্ত নেবে বোর্ড, জানালেন বাবর - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: টি20 বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান ৷ যার পরেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এবার তাঁর পাকিস্তান দলের অধিনায়ক থাকা উচিত কি ? সেই প্রশ্নে বাবর বল ঠেললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে ৷

ETV BHARAT
অধিনায়কত্বের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ছাড়লেন বাবর আজম ৷ (ছবি- আইসিসি এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jun 17, 2024, 6:54 PM IST

ফ্লোরিডা, 17 জুন: পাকিস্তানের টি20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ফায়ারিং-লাইনের সামনে অধিনায়ক বাবর আজম ৷ প্রাক্তন পাক ক্রিকেটাররা বাবরকেই দায়ী করছেন ৷ এই পরিস্থিতিতে স্বয়ং বাবর আজম কী ভাবছেন ? তিনি কি আবারও অধিনায়কত্ব ছেড়ে দেবেন ? ঠিক যেমনটা করেছিলেন, গতবছর বিশ্বকাপের লিগ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ৷ যা নিয়ে বাবরের জবাব, তিনি এখনও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কিছু ভাবেননি ৷ পুরো সিদ্ধান্তটাই তিনি ছেড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ৷

2009 টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2007-এর প্রথম সংস্করণে রানার-আপ ৷ এমনকি গত টি20 বিশ্বকাপেও রানার-আপ হওয়া পাকিস্তান, এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ৷ যার পরেই বাবর আজমের অধিনায়কত্ব ও মাঠে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ৷ তাও পাকিস্তানের প্রাক্তন দ্বিগজরা সেই প্রশ্ন তুলছেন ৷ যার পালটা এবার জবাব দিলেন পাকিস্তান অধিনায়ক ৷ তিনি বলেন, "আমি ফিরে যাওয়ার পর সবকিছু নিয়ে আলোচনা করব ৷ এখানে যা যা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ আর তখন যদি আমাকে অধিনায়কত্ব ছাড়তে হয়, তাহলে সেই সিদ্ধান্তটা আমি নিজে আপনাদের জানাব ৷ আমি পর্দার আড়ালে কিছু করি না ৷ যা ঘটবে, তা আপনাদের সামনে হবে ৷"

তবে, 2023 বিশ্বকাপে পাকিস্তান লিগ স্টেজ থেকে বিদায় নেওয়ার পরেই, পাকিস্তান দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর ৷ এরপর তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক করা হয়েছিল ৷ কিন্তু, টি20 বিশ্বকাপ শুরুর কয়েকমাস আগে ফের বাবরকে ওয়ান-ডে ও টি20 দলের দায়িত্ব দেয় পাকিস্তানের ক্রিকেট বোর্ডে নবনিযুক্ত চেয়ারপার্সন ৷ এবারও কি তাহলে বাবর আজম নিজের কাঁধে সব দায় নিয়ে সরে দাঁড়াবেন ?

এর জাবাবে বাবর বলেন, "আমি এখনও এটা নিয়ে কিছু ভাবিনি ৷ সিদ্ধান্ত পুরোপুরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে ৷ অধিনায়ত্ব সম্পর্কে বলতে লেগে, আমি যখন ছেড়েছিলাম তখন আমার মনে হয়েছিল, আমি ঠিক মতো করতে পারছি না ৷ তাই আমি নিজে সেকথা ঘোষণা করেছিলাম ৷ কিন্তু, তারপর আমাকে ডেকে অধিনায়কত্বের দায়িত্ব নিতে বলা হয় ৷ যেহেতু সেটা পাকিস্তান বোর্ডের সিদ্ধান্ত ছিল, তাই তারাই শেষ কথা বলবে ৷"

ABOUT THE AUTHOR

...view details