কলকাতা, 7 নভেম্বর: আক্রমণকে হাতিয়ার করেই মহমেডানের বিরুদ্ধে পয়েন্টের খোঁজ ইস্টবেঙ্গলে। অস্কার ব্রুজোঁ পয়েন্টের জন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার পথেও হাঁটছেন সম্ভবত ৷ লক্ষ্মীবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউণ্ডে মিনি ডার্বির ড্রেস রিহার্সালে ইস্টবেঙ্গল। হেক্টর ইউস্তেকে চোটের কারণে যে পাওয়া যাবে না, সেটা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি হিজাজি মাহেরকেও কি একাদশের বাইরে রেখে পয়েন্টের খোঁজে নামতে চলেছেন লাল-হলুদের হেডস্যর ? এদিনের প্র্যাকটিসে তারই ইঙ্গিত। কারণ, রক্ষণে আনোয়ার আলির সঙ্গে খেলতে দেখা গেল জিকসন সিংকে।
রক্ষণভাগের এই নতুন কম্বিনেশন কি আক্রমণের ঝড় তুলতে? সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কারণ, কোচ অস্কার কী ভাবছেন তা একমাত্র সময়ই বলতে পারে। বৃহস্পতিবার প্র্যাকটিসে ফুটবলারদের উদ্বুদ্ধ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ছয় ম্যাচে পয়েন্টের ভাঁড়ার শূন্য। দল পয়েন্ট টেবিলের তলানিতে। এএফসি চ্যালেঞ্জ লিগের সাফল্য সমালোচনার ঝড়ে লাগাম পরিয়েছে মাত্র। শনিবার পয়েন্টের খাতা না-খুললে সমর্থকরাই ফের সমালোচনার ঝড় তুলবেন। তা হাড়ে-হাড়ে জানেন শীর্ষকর্তা।