পারথ, 12 নভেম্বর: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্য়াচে কেমন হবে পারথের বাইশ গজ? আগ্রহ ক্রমশ দানা বাঁধছে অনুরাগীদের মধ্যে ৷ তবে প্রথম টেস্ট শুরু দিনদশেক আগে অপটাস স্টেডিয়ামের পিচ কিউরেটর যেমনটা জানালেন, তাতে খুব একটা সুখে থাকবে না ভারতীয় দল ৷ সবুজ গতি ভরা পিচে ভারতীয় দলকে পারথে স্বাগত জানাতে চলেছে অস্ট্রেলিয়া ৷
টেস্ট শুরু দিনদশেক আগেই পিচের গতিপ্রকৃতি কেমন হবে, তা জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে শেয়ার করেছেন অপটাস স্টেডিয়ামের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড ৷ পিচ কিউরেটর যেমনটা জানিয়েছেন, পারথের ওয়াকা (WACA) স্টেডিয়ামের বাইশ গজের ঐতিহ্যের সঙ্গে তা মিলে যায় একেবারে ৷ সেই ওয়াকার ধাঁচেই এবার পিচ তৈরি হচ্ছে অপটাসেও ৷ তবে গতবছর পাকিস্তানকে এই অপটাস স্টেডিয়ামেই নাস্তানাবুদ করেছিল অজি পেস অ্যাটাক ৷ দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল মাত্র 89 রানে ৷ অস্ট্রেলিয়া জয় পেয়েছিল 360 রানের বিশাল ব্যবধানে ৷