ভুবনেশ্বর, 24 ফেব্রুয়ারি: আন্তেনিও লোপেজ হাবাস বনাম সের্জিও লোবেরার ফুটবল মস্তিষ্কের দ্বৈরথ ঘিরে জমে উঠেছে আইএসএল। শনিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের জয় সবুজ-মেরুনকে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দেবে। কারণ দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র দুই। এই জয়ের তিন পয়েন্ট যেমন আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেদের মগডালে পৌঁছে দিতে পারে তেমনই ওড়িশা এফসিকে প্রথম স্থানে থিতু হতে সাহায্য করবে।
14 ম্যাচে 29 পয়েন্ট ঝুলিতে নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান কোচ হাবাস বলেন, "আমি দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে নারাজ। আমার লক্ষ্য শীর্ষস্থান। আমার দল শনিবার ওড়িশা এফসিকে হারাতেই মাঠে নামবে।" একটি ম্যাচ বেশি খেলে সের্জিও লোবেরার ওড়িশা 31 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। গত একবছরে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্ট পরস্পরের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হরেছে। মোট তিনবার জিতেছে সবুজ-মেরুন। একবার জিতেছে ওড়িশা। একটি ম্যাচ ড্র হয়েছে।
শনিবারের ম্যাচে হাবাসের চিন্তা তাঁর প্রাক্তন ছাত্ররা। রয় কৃষ্ণ সবুজ-মেরুন জার্সিতে হাবাসের অধীনে ফুল ফুটিয়েছেন। এবার প্রতিপক্ষ শিবিরে ফিজিয়ান স্ট্রাইকার। প্রাক্তন ছাত্রের গোল করার ক্ষমতা সম্পর্কে হাবাস অবহিত বলেই প্র্যাকটিসে রক্ষণ জমাট বাঁধার ওপরে জোর দিচ্ছেন। কোচের কথা, "শুধুমাত্র রয় কৃষ্ণকে নিয়ে আমি পরিকল্পনা সাজাচ্ছি না। আমার ভাবনায় পুরো ওড়িশা দল।" ওড়িশায় এখন তাপমাত্রা বেশ চড়া। আজ, শনিবার বিকেল পাঁচটায় ম্যাচ। গরম প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। হাবাস অবশ্য ওড়িশার গরমকে পাত্তা দিচ্ছেন না।
সবুজ মেরুন কোচ বলছেন, "আমরা পেশাদার। খেলা ওড়িশায় হোক বা দক্ষিণ আফ্রিকায় আমাদের সেরাটা দেওয়াই কাজ। আমরা সেটাই করব ৷ তাই প্রতিবন্ধকতা ছোট হোক বা বড়, হাবাসের হাতে বদলে যাওয়া সুপার জায়ান্ট এখন প্রতিপক্ষের ওপর আগ্রাসী স্টিম রোলার চালাতেই আগ্রহী। অন্য কিছুতে নয়।"
আরও পড়ুন:
- জামশেদপুরে নিভল মশাল, খালিদের দলের কাছে হেরে প্রথম ছয়ের রাস্তা কঠিন লাল-হলুদের
- চার স্পিনারে একাদশের ভাবনা, রাঁচিতে সিরিজ জয়ে চোখ রোহিতব্রিগেডের
- খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, মৃত্যু টিটি প্লেয়ার অর্পিতা নন্দীর