হায়দরাবাদ, 8 জানুয়ারি: 2019 বিশ্বকাপ সেমি-ফাইনাল ৷ ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন । যা ভারতকে ছিটকে দেয় ৷ 2014 সালের অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল 111 রানের ইনিংস ৷ শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে দ্বি-শতরানের বিরল নজিরও রয়েছে তাঁর দখলে ৷ এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিউয়িদের কিংবদন্তি তারকা ৷
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল । 38 বছর বয়সি গাপটিল নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন 367 ম্যাচে (198 ওডিআই, 122 টি-20 ও 47টি টেস্ট) ৷ তিনটি ফরম্যাট মিলিয়ে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ভেঙেছেন একাধিক রেকর্ড । অকল্যান্ড এসেসের বর্তমান অধিনায়ক জানিয়েছেন, ভবিষ্যতে টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ।
গাপটিল তাঁর 14 বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার (2009 -2022) শেষ করেছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ টি-20 রান সংগ্রাহক হিসাবে ৷ 122 টি-20 ম্যাচে তাঁর রান 3,531 ৷ ওডিআই ক্রিকেটে 7,346 রান করা গাপটিল রস টেলর এবং স্টিফেন ফ্লেমিংয়ের পরে তৃতীয় স্থানে রয়েছেন ।